লৌহজংয়ের ভাইসচেয়ারম্যান তপন করোনায় আক্রান্ত । ১৬ জনের জয়

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল স্বাস্থ্য বিভাগ থেকে তাঁর মোবাইলে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে তপন জানিয়েছেন।

তিনি বলেন, সন্দেহ বশত গত বৃহস্পতিবার লৌহজং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে তিনি, তার স্ত্রী, দুই ছেলে মেয়ে, মা ও ভাতিজা-ভাতিজিসহ বেশ কয়েকজন সোয়াব দিয়েছিলেন। আজ শনিবার স্বাস্থ্য স্বাস্থ্য বিভাগের মোবাইল বার্তায় জানানো হয়েছে, সকলের করোনা নেগেটিভ আসলেও তাঁর রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি এখন হোম কোয়ারেন্টে আছেন। তাঁর ধারণা ত্রাণ বিতরণে দৌড়াদৌড়ি ও সাধারণ জনতার সাথে অবাধ চলাফেরায় এটা হয়ে থাকতে পারে।

ভাইস চেয়ারম্যান তপন আরো বলেন, করোনাকে ভয় না করে দায়িত্ব পালনটাকে বড় মনে করেছি। মানুষ যাতে খাদ্য কষ্টে না থাকে, ত্রাণ বিতরণে যাতে অনিয়ম না হয়, সে কারণে জনতার মাঝে ছুটে গেছি। তবে হাইজিন ও মাক্স সব সময় ব্যবহার করার পরেও করোনায় আক্রান্ত হলাম। সকলে দোয়া করবেন যাতে সুস্থ্য হয়ে আবারো আপনাদের মাঝে ফিরে আসতে পারি।

এদিকে মুন্সীগঞ্জ সদর উপজেলায় নতুন করে ১৬ জন করোনা জয় করেছেন। শুক্রবার ফলোআপ রিপোর্ট আসার পরে স্বাস্থ্য বিভাগ তাদেরকে সুস্থ ঘোষণা করে। সদরে এক সাথে ১৬ জনের করোনা জয়কে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা: মো: আবুল কালাম আজাদ জানান, মুন্সীগঞ্জে উপসর্গবিহীন অনেকে আক্রান্ত হয়েছেন। অনেকে আবার সুস্থ্য হয়ে উঠছেন এটি আমাদের জন্য অনেক বড় খবর। এত চ্যালেঞ্জের মধ্যেও এটি অনেক ভাল খবর । যারা নিয়মিত বাসায় আইসোলেশনে থাকবেন এবং নিয়ম মানবেন তারা দ্রæত সুস্থ্য হয়ে উঠবেন।

সদরের যারা সুস্থ্য হয়েছেন তারা হলেন, উত্তর রামগোপালপুরের বেবী (৩৯), জোড়ারদেউলের শাহজাহান (৪৫) তানিয়া (২৫) চৌধুরী ভবনের আহারনাত (১৯),শারমিন (২৫), সিভিল সার্জন অফিসের ডাঃ মো: আতিক (৩৮), মাস্তান বাজারের সুফিয়া (৩৫), মিরকাদিমের রিনু বেগম (৩০), খুকু মনি (৫০), শিউলি (৩১), জামিল (৩৫),মিথিলা (২৮), মানিকপুরের জসসিম (৫২), রামগোপালপুরের নাজমা (২৫), আদারিয়াতলার সুফিয়া বেগম (৪৫) ও রামপালের ইভা (৫)।

সময়ের কলম

Leave a Reply