মোজাফফর হোসেন: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় অটো চালক শাহাবদ্দিন হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানবন্ধন করেছে এলাকাবাসি। শুক্রবার বিকালে উপজেলার চাষিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত ঘটনা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশনেয় স্থানীয় কয়েকশতাধিক এলাকাবাসী। মানবন্ধনকারীরা বলেন, দরিদ্র পরিবারে সন্তান শাহবদ্দিনকে যারাই হত্যা করেছে তাদের দ্রুত বিচারের আওয়তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে।
মানববন্ধনের নিহতের বাবা মা ছাড়াও স্থানীয় ইউপি সদস্য জব্বার , সমাজসেবক মোঃ মুক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নিখোজের ৩দিন পর গত ২৭ই মে বুধবার গলাকাটা ও অর্ধগলিত অবস্থায় স্থানীয় কুরমিরা এলাকার একটি নির্জন জমি থেকে নিহত শাহাবুদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহতের পিতা আবুল শেখ বাদি হয়ে টঙ্গীবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ওসি তদন্ত গোলাম রসূল মোল্লা জানান,আসামী গ্রেফতারের জোড় চেষ্টাচলছে।
Leave a Reply