টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় জমি সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষ চারজনকে কুপিয়ে জখম করেছে। শুক্রবার সকাল ৮ টায় জমির সীমানা নির্ধারণ করাকে কেন্দ্রকে এই অতর্কিত হামলা করা হয়। এই হামলা চালান মাহফুজ শেখ গং।
এতে গুরতর আহত সবুজ ছৈয়াল ( ২৫), কাকলি (৩৫), শাহিদা বেগম( ৫৫)কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের হাতে দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। এবং বাবলু (৩০)কে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। এই ঘটনায় টঙ্গীবাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী নাজমা বেগম ( ৩০) জানান, শুক্রবার সকাল ৮ টার সময় আমার বাড়ির টিনের বেড়া মেরামত কালে মামলার ১ নং আসামী বিবাদী মাহফুজ শেখ, তার ভাই রিয়েল শেখ, সালাম শেখ ও রাশিদা বেগম দা, বড় ছোড়া, লোহার রড় দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করেন। এতে আমাদেরকে রক্ষা করতে আসায় তিনজন প্রতিবেশিকে কুপিয়ে জখম করে মাহফুজ শেখ।
পুলিশ সূত্রে জানা জানা গেছে, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্য আসামীদের ধরার চেষ্টা চলছে।
আলোকিত মুন্সীগঞ্জ
Leave a Reply