আল্লাহমুখী – জসীম উদ্দীন দেওয়ান

আল্লাহমুখী হওরে মানুষ, আল্লাহমুখী হও।
জেনে নিও আল্লাহ হতে, তুমি দুরে নও।
মহিমা তাঁর, বলে বার বার, শেষ করা কি যাবে?
এতো উপমা কার আছে জানা, কোন কবি জেনেছে কবে?
আকাশ-জমি সৃষ্টির স্রষ্টা, মাত্র ছয়টি দিনে।
হাজারো বছর পার করে তব, রহস্য জেনেছো কারো গুনে?
ছয়টি দিনের সৃষ্টির সবই, মানবের তরে দিলে।
কৃতজ্ঞতায় ভেবে নাও মানুষ, উদঘাটনে কি পেলে?
পড়ো নামাজ, করো রোজা, যাকাত হিসেব কষে।
সবটাই আদায় করো পূর্ণ, স্রষ্টার ধরায় বসে।
সব জানে যিনি, সব দেখে তিনি, সবটাই দৃশ্যমান।
হওরে মানুষ আল্লাহমুখী, ফের করি আহ্বান।।

Leave a Reply