দিঘিরপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) আজিজুর রহমানের করোনা জয়

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) আজিজুর রহমানের করোনা জয় করেছেন। ৫ই জুন (শুক্রবার) আসা রির্পোটে তার করোনা নেগিটিভ আসে। তাঁর শরীর ব্যথা, গলা ব্যথা ও হালকা কাশি দেখা দিলে গত ১৪ মে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিপসম পাঠানো হয়েছিল এবং ১৭ মে ‘নিপসম’ থেকে আসা রিপোর্টে পজেটিভ আসে। সে থেকে তিনি দিঘিরপাড় তদন্ত কেন্দ্রর বাসভবনে আইসোলেশনে রয়েছেন। পরে গত ৩০ শে মে ‘নিপসম’ থেকে আসা রিপোর্টে নেগেটিভ আসে। সর্বশেষ ৫ই জুন ‘নিপসম’ থেকে আসা রিপোর্টেও নেগেটিভ আসে।

টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: তাসলিমা ইসলাম বলেন, দিঘিরপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) আজিজুর রহমানের করোনা জয় করেছেন। এটি খুব ভাল খবর। আমরা আশাবাদী এই রকম খবর আরো শুনবো। তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) আজিজুর রহমান করোনা জয় করে সভ্যতার আলোর মাধ্যমে সকলের নিকট দোয়া কামনা করেছেন।

প্রতিদিনের বাংলা

Leave a Reply