লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের শিমুলিয়া ঘাটে রানীগাঁও মৌজার ১০৩ শাতাংশ জায়গা একোয়ার করে নেয় বিআইডব্লিউটি-এ। তাতেই ক্ষ্যন্ত হয়নি এই চক্রটি, প্রতিনিয়ত শিমুলিয়া ঘাটে লাল নিশান উড়িয়ে দখল করে নিচ্ছে এমন কয়েক’শ শতাংশ যায়গা।
এমন অভিযোগ করেছেন কুমারভোগ ইউনিয়নের শিমুলিয়া ঘাটের বাসিন্দা মো. বাদল শেখ, মো. মাহাবুব জামান ও নূরমোহাম্মদ খালাসী। তারা জানান, রানীগাঁও মৌজায় শিমুলিয়া ঘাটে আমাদের দুই দাগে ২৬৮ শতাংশ যায়গা তার মধ্যে ১০৩ শতাংশ যায়গা বিআইডব্লিউটি-এ নাম মাএ দামে একোয়ার করে নেন। বাকী ১৬৫ শতাংশ যায়গা তারা বাড়ি ঘর ও দোকান ঘর করে বসবাস করছে।
গত দুই তিন দিন আগে বিআইডব্লিউটি-এর ইঞ্জিনিয়ারিং কোরের সহকারী প্রকৌশলী মো. দাউদ যায়গার মালিক বাদল শেখকে মোবাইল ফোনের মাধ্যমে জানান, শিমুলিয়া ঘাটে শ্যাটের পেছনে বিআইডব্লিউটিএর যে মার্কেট তৈরী করা হচ্ছে তার পাশে আরো ৮ থেকে ১০ ফুট যায়গা রয়েছে বিআইডব্লিউটিএর।
সেখানে আপনাদের কোন যায়গা থাকলে আমার সাথে দ্রুত মিট করেন তা না হলে এখানে মার্কেটের পিছনে ওয়াল করা হবে। ম্যাপ অনুযায়ী মার্কেটের পিছনে সিমানা নির্ধারন করে একটি পিলার ও লাল নিশান লাগিয়ে দেয়া হয়েছে অর্থ্যাৎ এটাই বিআইডব্লিউটিএর শেষ সিমানা।
বিষয়টি নিয়ে জায়গার মালিক বাদল শেখ সহ অন্যরা উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভুমি) ও জেলা প্রশাসক কে অবহিত করেন। এ ছারা এই বিষয়ে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের সাথেও কথা বলেন তারা ।
এই বিষয়ে কতৃপক্ষ জানান, যেখানে সিমানা দেয়া আছে তার বাইরে এক ইন্চি যাওয়া যাবেনা। এই আস্বাসের পরও শুক্রবার সকালে বিআইডব্লিউটিএর ইনিঞ্জনিয়ার কোরের সহকারী প্রকৌশলী দাউদ তার দলবল নিয়ে মাপঝোক শুরু করেন শিমুলিয়া ঘাটের ব্যাক্তি মালিকানাধীন যায়গা।
সেখানে তারা সিমানা পিলার না মেনে এবং তাদের লাগানো লাল নিশান উপেক্ষা করে মাপতে শুরু করে এবং বাশ খুটি দিয়ে ব্যাক্তি মালিকানাধীন ৬-৭ ফুট করে জায়গা দখল নিয়ে তাতে বাশ পূতে সিমানা দিতে থাকে।
এ সময় জায়গার মালিকগন বাধা দিলে সহকারী প্রকৌশলী দাউদ তাদেরকে গালিগালাজ করে, পুলিশের হুমকি দেয়, এমনকি বাকী সম্পত্তি দখলের হুমকি প্রদান করেন।
বাদল শেখ আরোও জানান, বৃহস্পতিবার প্রকৌশলী দাউদ মোবাইল ফোনের মাধ্যমে তাদেরকে সমজতায় আসার কথা বলেন। তাকে ৭ লাখ টাকা দিলে এই বারতি জায়গা আর কেউ ধরবেনা এমন কথা বলেন দাউদ। বাদল শেখের দাবি আমার পৈএিক সম্পত্তি আমি টাকা দিয়ে কেন রক্ষা করবো।
বিষয়টি সমজোতায় না আসায় এই ক্ষোভের কারনে দাউদ শুক্রবার সকাল থেকে মাপজোপ করে জোড়পূর্বক ব্যাক্তি মালিকানাধীন জায়গা দখল করে নিচ্ছে। সহকারী পকৌশলী দাউদের সাথে সাংবাদিক পরিচয়ে কথা হলে তিনি জানান, এমন সাংবাদিক আমি কয়েক ডজন পকেটে রাখি। আমি যা করছি উপরের নির্দেশে করছি যা জানার উপর থেকে জেনে নেবেন।
এই বিষয়ে বিআইডব্লিউটিএর শিমুলিয়া বন্দর কর্মকর্তা শাহআলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ঢাকায় আছি এ বিষয়ে কিছুই জানিনা, তবে এলাকায় এসে বিষয়টি দেখছি।
গ্রাম নগর বার্তা
Leave a Reply