নিখোঁজের ২০ দিন পর ফিরে এলেন দুবাই প্রবাসীর স্ত্রী’র শাহীনা

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিখোঁজের ২০ দিন পর ফিরে এলেন দুবাই প্রবাসী জিলানীর স্ত্রী’র শাহীনা বেগম। জীবিত অবস্থায় শাহীনা বেগম ফিরে আসায় তার পরিবারে আনন্দের বন্যা বয়ছে। তবে কিভাবে তিনি নিখোঁজ হলেন এ বিষয়ে কিছুই বলতে পারছেনা।

উল্লেখ্য. গত ১৮ মে সকালে বাড়ির পাশে মেঘনা নদীতে শাহীনা বেগম নতুন জামা গায়ে দিয়ে গোসল করতে যায়। নদী থেকে ফিরতে মায়ের বিলম্ব দেখে ছোট ছেলে নদীতে খোঁজ নিতে এসে দেখেন নদীর উপরে শাহীনার ওড়না ও জুতা ভাসছে। পরে স্থানীয় লোকজনের ধারণা শাহীনা নদীর তলদেশে তলিয়ে গেছে। খবর শোনে ভবেরচর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় লোকজন ওই সময় প্রায় ১৬ ঘন্টা নদীতে অভিযান চালায়।

জুয়েল দেওয়ানের ফেবু থেকে

Leave a Reply