মুন্সীগঞ্জে গুলিবর্ষণের ২০ দিনেও উদ্ধার নেই অবৈধ আগ্নেয়াস্ত্র

সাব্বির আহমেদ দীপু: মুন্সীগঞ্জ পৌরসভার পূর্বশিলমন্দি এলাকায় শহর আ’লীগের সাধারণ সম্পাদকসহ অতার সমর্থিত লোকজনের উপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় ২০ দিন অতিবাহিত হয়েছে গতকাল রোববার। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে ২ রাউন্ড তাজা পিস্তলের গুলি ও ৫টি বিস্ফোরিত গুলির খোসা উদ্ধারসহ আলামত হিসেবে জব্দ করেছে। কিন্তুু হামলার ঘটনায় একাধিক আগ্নেয়াস্ত্র ভিডিও চিত্র ও ছবিতে দেখা গেলেও এখনও পর্যন্ত অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। এমনকি পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্নগোপন করে আসামীরা এলাকায় অবস্থান করছে। পূর্বশিলমন্দি এলাকা ঘেঁষা ধলেশ্বরীর শাখা নদীর অপরপ্রাপ্ত চরহোগলা ও চরকিশোরগঞ্জ নারায়নগঞ্জের সোনারগাঁ থানাধীন হওয়ায় পুলিশ অভিযানে গেলে সোনারগাঁ থানা এলাকায় চলে যাওয়ার কৌশল নিয়েছে আসামীরা। তবে স্থানীয় এলাকাবাসী ও আওয়ামী লীগ নেতাকর্মীরা জানিয়েছে, সদর থানা পুলিশেরই কোন তৎপরতা না থাকায় অবৈধ অস্ত্রধারীরা এলাকায়ই রয়েছে।

গত ১৮ মে তুচ্ছ ঘটনা নিয়ে পবিত্র রমজান মাসে পৌরসভার পূর্বশিলমন্দি এলাকায় শহর আ’লীগের সাধারণ সম্পাদকসহ অতার সমর্থিত লোকজনের উপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ব্যাপক আলোচিত হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ায় প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্রের ভিডিও চিত্র ও বিভিন্ন ভঙ্গিতে একাধিক সন্ত্রাসীর হাতে থাকা আগ্নেয়াস্ত্র সকলেই প্রত্যক্ষ করেছে। অথচ ঘটনার ২০ দিন অতিবাহিত হলেও এখনও অবৈধ আগ্নেয়াস্ত্র গুলো উদ্ধার না হওয়ায় সদর থানা পুলিশের ভুমিকা নিয়ে নানা আলোচনা-সমালোচনা করছে আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। তবে সদর থানা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছে, অবৈধ আগ্নেয়াস্ত্রধারীতে গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে। ঘটনার পর থেকে আত্মগোপনে থাকায় গ্রেফতারে বিলম্ব হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, গত ১৮ মে মুন্সীগঞ্জ পৌরসভার পূর্বশিলমন্দি এলাকার বাসিন্দা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়ার সাথে একই এলাকার নূর হোসেন ভূইয়ার ছেলে ফিরোজ ভূইয়ার সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটলে ফিরোজ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভুইয়াকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। বিষয়টি জানতে পেরে সমর্থিত আ’লীগ নেতাকর্মীরা কেন ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো জানতে চাইলে নূর হোসেন ভূইয়ার ছেলে ফিরোজ তার দলবল নিয়ে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান ভূইয়া সমর্থিত আ’লীগ নেতাকর্মীদের উপর হামলা চালায়। এ সময় কমপক্ষে ১০ জনকে আহত করে। আর হামলার সময় ঘায়েল ও আতঙ্ক সৃষ্টি করতে পিস্তল ও বন্দুক উচিঁয়ে ৫ থেকে ৭ রাউন্ড গুলিবর্ষণ করে ফিরোজ, খোকন ও হারুন বাহিনী।

সদর থানার এস আই সজিব জানান, হামলার খবর পেয়ে সাথে সাথে তার নেতৃত্বে পুলিশ একটি টিম ঘটনাস্থলে ছুঁটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। তাদের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও শহর এলাকায় থমথমে ভাব রয়েছে। ঘটনাস্থল থেকে হামলায় হামলায় ব্যবহার করা পিস্তলের ২ রাউন্ড তাজা গুলি ও ৫ টি গুলির খোসা উদ্ধার এবং থানায মামলা রুজু করা হয়। ঘটনার পর থেকেই অস্ত্রধারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সদর থানার একাধিক দায়িত্বশীল কর্মকর্তা।

গ্রাম নগর বার্তা

Leave a Reply