শ্রীনগরে ২৬ জনের মধ্যে করোনা শনাক্তঃ মোট আক্রান্ত ১৪৫ জন

শ্রীনগরে নতুন করে রেকর্ড ২৬ জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার বিকালে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এই তথ্য জানা গেছে। এনিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৫ জন। তাদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৫১ জন।

শ্রীনগর উপজেলায় নতুন আক্রান্ত ১২৬ জনের মধ্যে কোলাপাড়া ইউনিয়নের সমষপুর গ্রামের ১জন পুরুষ,কোলাপাড়া গ্রামের ১জন নারী ও ৬ জন পুরুষ, রাঢ়িখাল ইউনিয়নের দামলা গ্রামের ১নারী,বালাসুর গ্রামের ১ জন পুরুষ ও রাঢ়িখাল গ্রামের ১জন পুরুষ। শ্রীনগর ইউনিয়নের দেউলভোগ গ্রামের ২জন পুরুষ, ষোলঘর ইউনিয়নের ১জন নারী ও ১জন পুরুষ, শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট গ্রামের ১জন পুরুষ,বাঘড়া ইউনিয়নের ১জন পুরুষ, কৃষিব্যংকের শ্রীনগর ও রাঢ়িখাল শাখার ৪ কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ সমিতির ৪ জন কর্মী ও শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ নারী কর্মী।

শ্রীনগর উপজেলায় এর আগে আক্রান্ত ১১৯ জনের মধ্যে পাটাভোগ ইউনিয়নের ১১ জন,ষোলঘর ইউনিয়নে ১২ জন, শ্রীনগর ইউনিয়নে ৩১ জন,তন্তর ইউনিয়নে ২ জন,রাঢ়িখাল ইউনিয়নে ১৪ জন,আটপাড়া ইউনিয়নে ১১ জন,ভাগ্যকুল ইউনিয়নে ৬জন,কোলাপাড়া ইউনিয়নে ৯জন, বাড়ৈখালী ইউনিয়নে ৮ জন ও ১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন ডাক্তার, শ্রীনগর থানার ২ জন পুলিশ, ১জন নার্স, ৪জন কর্মী ও এক কর্মীর শিশু, অপর ১জন নারী কর্মীর মেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের রাধুনী ও তার মেয়ে, পল্লী বিদ্যুৎ সমিতির ২ জন লাইনম্যান।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম বলেন উপজেলার কারো মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা নিকটস্থ স্বাস্থ্য কর্মীর সাথে দ্রুত যোগাযোগ করা দরকার।

গ্রাম নগর বার্তা

Leave a Reply