মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ২১৪ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিভিন্ন ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৭ কোটি ১৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক মূল্য ২ শত ১৪ কোটি ৮০ লাখ টাকা। নৌ-পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম পিপিএম বার, বিপিএম বার এর নেতৃত্বে এ অভিযান চলে।

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল ৯ টা পর্যস্ত পঞ্চসার ইউনিয়নের দুর্গাবাড়ী ও রামেরগাও এলাকায় ৬ টি গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।

নৌ পুলিশের গোয়েন্দাদের নিকট তথ্য ছিল মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের বিভিন্নস্থানে রাতের আঁধারে অবৈধ কারেন্ট জাল তৈরি করা হয়ে থাকে। এরই সূত্র ধরে এই অভিযান চালাই নৌ পুলিশ। অভিযানে মোট ৭ কোটি ১৬ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার বি,এম হারুন অর রশিদ, পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম পিপিএম বিপিএম, পুলিশ সুপার ঢাকা অঞ্চল মোঃ ফরিদুল ইসলাম, পুলিশ সুপার ঢাকা অঞ্চল হুমায়ূন কবির, জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ, মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কবির হোসেন খান।

সময়ের কলম

Leave a Reply