জসীম উদ্দীন দেওয়ান : মুন্সীগঞ্জে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। প্রায় ১৭ লাখ মানুষের মুন্সীগঞ্জে করোনা রোগী দেড় হাজার ছাড়িয়েছে। জেলা স্বাস্থ্য অধিদপ্তর থেকে শনিবার বেলা তিনটার দিকে জানা যায় নতুন শনাক্ত ৭৫ জনসহ করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৫৪৩ জন। সারা দেশে ৩১ মে পর সাধারণ ছুটি বাতিল করা হয়। ১ জুন থেকে হিসেবে দেখা যায় ১৩ দিনে এই জেলায় অর্থাৎ জুন মাসের ১৩ দিনেই শনাক্ত হয়েছে ৮৫২ জন রোগী। দেখা যায় প্রায় দুই মাসে যেখানে আক্রান্ত হয়েছে ৬৯১ জন সেখানে ১৩ দিনেই আক্রান্ত ৮৫২ জন। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা করোনার হাত থেকে রক্ষা পেতে কোন চেষ্টা আছে কি আমাদের?
সড়ক পথে তাকালে মিলে স্বাস্থ্য বিধি মেনে চলার ভিন্ন চিত্র। সামাজিক দুরত্ব বজায় রাখার কোন প্রকারের বালাই নেই। গন পরিবহন বলতে এই জেলার ব্যাটারী চালিত ইজি বাইক (অটো)র উপর নির্ভরশীল যাত্রী সাধারণ। যাদের এক জায়গা থেকে অন্য জায়গা বা এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াতের এক মাত্র সহজ বাহন ইজি বাইক বা অটো গুলো। সামাজিক দুরত্ব বজায় রাখতে তিন জন যাত্রী নিয়ে অটো চলাচলের প্রশাসনের মৌখিক নির্দেশনা থাকলেও ছয়জন যাত্রী নিয়েই অবলীলায় চলাচল করছে অটোগুলো। জেলার গুরুত্বপূর্ণ সড়ক সিপাহীপাড়া দাঁড়িয়ে থেকে, শত শত অটোর এমন চিত্র দেখে বেশ কয়েকজন যাত্রীদের গাদাগাদি করে গাড়িতে ওঠার কারণ জানতে চাইলে, নিরুপায় হয়েই তাদের করোনা ঝুঁকি নিয়ে গাড়িতে উঠতে হচ্ছে বলে জানান যাত্রীরা। তাঁরা বলেন, কম যাত্রী নিয়ে কোন অটো গাড়িই ছাড়েনা। প্রশাসনিক জোর ব্যবস্থা না থাকলে তাদের কথা চালকরা মানবেইবা কেন বলেও আক্ষেপ করে বলেন যাত্রীরা।
শুধু সড়ক পথেই সামাজিক দুরক্ব না মানার প্রবনতা রয়েছে এমনটা নয়। সামাজিক দুরত্ব না মানার চিত্র মিলে হাট বাজার বা বিপুনি বিতান গুলোতেও। দানবীয় করোনার থাবা থেকে নিজেদের বাঁচাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেখানে নূন্যতম তিন ফুট দুরত্ব বজায় রেখে চলাচল করার নির্দেশ দিয়েছেন। সেখানে এক ফুট দূরে থেকেই কেনা কাটা বা হাঁটা চলা করছেনা এই জেলার মানুষেরা। এর সাথে স্বাস্থ্য বিধির মানার সহজতম উপকরণ মাস্ক পর্যন্ত পড়ছেনা অনেকেই। তবে শহরাঞ্চলে যদিও মাস্ক পরিধানের প্রবনতা অনেকটা বেড়েছে। গ্রামাঞ্চলের দৃশ্যপট পুরোই আলাদা। গ্রামাঞ্চলে চোখ রাখলে দেখা যায়, অলি গলি বা মাঠ ঘাটে, শতকরা ৮০ ভাগ লোক মাস্ক না পরেই কাছাকাছি অবস্থান নিয়ে আড্ডা করছে ঘন্টার পর ঘন্টা। বলা যায় সামাজিক দুরত্ব বা স্বাস্থ্য বিধি মানার কোন চর্চাই করতে চাচ্ছেননা এই জেলার মানুষরা।
জেলা স্বাস্থ্য দপ্তরের হিসেবে বলছে জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত মুন্সীগঞ্জ সদরে। এ উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৬৫ জন,সিরাজদিখানে ২২৮,লৌহজং ২১৭ জন, গজারিয়া ১৫৫ জন,শ্রীনগর ১৫২ জন এবং টংগিবাড়ী ১২৬ জন। জেলায় মোট মারা গেছেন ৩৬ জন। এই পর্যন্ত ৬৭৭৪ টি নমুনার প্রাপ্ত ফলের হিসেব ছিলো এইটি। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্ত ২২.৭৮ শতাংশ আর শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার ২.৩৩ শতাংশ। শনাক্তের বিবেচনায় মুন্সীগঞ্জ সদরে আক্রান্তের হার ৪৩.১০ শতাংশ। সবচেয়ে ভয়ঙ্কর মুন্সীগঞ্জ সদর উপজেলা। এ ছাড়া এই উপজেলায় মানচিত্রটি মোট মৃত্যুর অর্ধেকের বেশি বহন করছে একাই। এখন প্রশ্ন হলো এমন পরিস্থিতিতে মুন্সীগঞ্জবাসীদের বাঁচাতে, করোনা রোধে কতোটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন?
জেলায় নেই করোনা ডেডিকেটেট হাসপাতাল। কেবল মাত্র মৃদু উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষমতাসম্পন্ন এই জেলায়, জটিল উপসর্গের রোগীগের বিপাকে পরা ছাড়া কোন গতি আছে কিনা জানা নাই। আইসিইউ আর ভেন্টিলেশন ব্যবস্থা ছাড়া, শুধু মাত্র অক্সিজেন সিলিন্ডারে এমন ভয়াবহ পরিস্থিতি সামলানো কতোটুকুইবা সম্ভব? অাগত ভয়াল দিনে, নিজেকে সুরক্ষা করার চিন্তা নিজের মাথা খাটিয়েই করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা
Leave a Reply