শ্রীনগরে ত্রিমুখী প্রেমের দ্বন্দ্বের জেরে অশ্লীল ভিডিও ফাঁস!

মামলার ২ সপ্তাহ পর প্রেমিকের হাত ধরে ভিকটিম উধাও
আরিফ হোসেনঃ শ্রীনগরে ধর্ষণের অশ্লীল ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়েরের ২ সপ্তাহ পর প্রেমিকের হাত ধরে ভিকটিম উধাও হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় স্থানীয়রা ধারণা করছেন ধর্ষণের পর অশ্লীল ভিডিও ফাঁসের বিষয়টি ত্রিমুখী প্রেমের দ্বন্দ্বের জের!

শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের এক স্কুলছাত্রীর অশ্লীল ভিডিও প্রায় ১মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। এঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে ধর্ষণের অভিযোগ এনে সেলামতি গ্রামের হাশেম খলিফার ছেলে শান্তকে প্রধান আসামী করে বেশ কয়েক জনের নামে গত ২ জুন শ্রীনগর থানায় মামলা দায়ের করে। মামলার পর পুলিশ বেশ কয়েকবার ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠাতে চাইলে সে তাতে রাজি হয়নি।

স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার রাতের কোন এক সময়ে মামলার ভিকটিম ওই স্কুল ছাত্রী প্রেমের টানে একই এলাকার শাহজাহানের ছেলে সাজেদুল নামে এক যুবকের সাথে পালিয়ে যায়। মামলার আসামী শান্ত’র পরিবারের দেখানো ম্যাসেঞ্জারের কল সহ বিভিন্ন প্রমানের বরাত দিয়ে স্থানীয়রা জানায় ওই স্কুল ছাত্রীর সাথে শান্তর প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের টানে শান্ত লিবিয়া থেকে দেশে চলে আসে। এর মধ্যে ওই স্কুলছাত্রী সাজেদুলের সাথে সম্পর্কে জড়িয়ে পরায় শান্ত তা মেনে নিতে পারেনি। একারনে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ঘটনাকে অন্যায় হিসাবে উল্লেখ করে স্থানীয়রা এর বিচার দাবী করেন।

ওই স্কুলছাত্রীর বাবা জানান, রাতে তাদের সাথেই তার মেয়ে ঘুমিয়ে ছিল। কিন্তু কোন সময় সে ঘর থেকে বাইরে গেছে তা তিনি বলতে পারেননা।

এব্যাপারে সাজেদুলের মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তার নাম্বার বন্ধ পাওয়া যায়।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই আলামিন জানান, বিষয়টি শুনার পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে এই ব্যাপারে কেউ থানায় অভিযোগ দায়ের করেননি। ধর্ষণ মামলাটি আইন অনুসারে মামলার গতিতেই চলবে। শান্তকে গ্রেপ্তারের জন্য আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করছি।

Leave a Reply