সিরাজদিখানে রাস্তার বেহাল দশা

রাজধানী ঢাকা থেকে মাত্র ১৫ কিলোমিটার এবং ঢাকা মাওয়া মহাসড়ক ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে সিরাজদিখানের বালুচর ইউনিয়নের ৩ টি ওয়ার্ড। চান্দের চর, খাসকান্দি, মদিনা পাড়া, মার্কেট পাড়া, পূর্ব চান্দের চর ও পশ্চিম চান্দের মাদরাসা পাড়ার রাস্তার অবস্থা একেবারেই বেহাল দশা। রাস্তাঘাট গুলো সংস্কারের অভাবে খানাখন্দে জর্জরিত হয়ে আছে। ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টিত আছেই। প্রতিনিয়িত পথচারী ও যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে স্থানীয় এলাকাবাসী।

সড়কের ইট উঠে গিয়ে রাস্তার মাঝখানে বড় বড় গর্তে পরিণত হয়েছে। বৃষ্টি হলেই ওইসব গর্তে পানি আটকে থাকে দীর্ঘদিন। এতে যানবাহন দুর্ঘটনা ঘটে। বিশেষ করে স্কুল ও কলেজ, মাদরাসায় পড়–য়া হাজার হাজার শিার্থী প্রতিদিন যাতায়াত করে ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে হরহামেশা দুর্ঘটনার স্বীকারও হচ্ছে। রিক্সা, ভ্যান,সিএনজি, হোন্ডা চলাচলে একেবারে অনুপযোগি হয়ে পড়েছে। বিপদে সময় ৩০ টাকার সিএনজি ভাড়া ১০০ টাকা দিলেও কোন যানবাহন যেতে চায়না।অভিযোগ আছে এই কাঁচা রাস্তা দিয়ে অনবরত চলাচল করে ঘাতক মাহেন্দ্রা যার কারন এই আধাকাচা রাস্তাও মেরামত করে কুল পাওয়া যায়না।

রাজধানীর এতো কাছে হওয়া সত্ত্বেও রাস্তা ঘাটের অবস্থা দেখলে বুঝা যায় স্বাধীনতার দীর্ঘ ৪৯ বছরেও এই এলাকাগুলোতে সরকারের কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। এলাকায় বসবাস রত ১২ হাজার মানুষ, ১৫ টি মসজিদ, ২ টি মাদরাসা, ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি কমিউনিটি কিনিক, ৩ টি পাকা ব্রীজ, ৩টি নৌকা ঘাট, ৩টি বাজার, ২ টি ঈদগাহ ময়দানসহ ইউনিয়নের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান রয়েছে এই এলাকায়।

গ্রামবাসীদের সাথে কথা হলে অনেকেই আেেপর সুরে বলেন, আমাদের এলাকার রাস্তা ঘাটের বেহাল দশা দেখার কেউ নেই। চেয়ারম্যান,মেম্বাররা নির্বাচনের সময় আমাদের কাছে আসে ভোট নিতে। অনেকেই প্রতিশ্রুতি দেয় আমাদের যাতায়াতের পথ রাস্তা ঘাট ঠিক ঠাক করে দিবে। কিন্তু নির্বাচনের পর কেউ আর গ্রামবাসীদের খোজ-খবর নেয় না। মাঝে মধ্যে কিছু টাকা বরাদ্ধ দিলেও তা ঠিক মত কাজ করেনা। উপজেলা এলজিআরডি প্রকৌশলীরাও একদিনের জন্য ভালোভাবে পরিদর্শনে আসেননি । চেয়ারম্যান থেকে শুরু করে সচেতন মহল রাস্তার অব্যবস্থা নিয়ে কেউ কিছু বলে না।

সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ বলেন, উপজেলার ১৪টা ইউনিয়নের মধ্যে বালুচর সর্ববৃহত ইউনিয়ন। বালুচর দুইটা ইউনিয়ন হওয়া দরকার ছিল । নদী এপার এক ইউনিয়ন আর ওই পারে আরেকটা। আমি চেষ্টাও করে ছিলাম দুই ইউনিয়ন করার জন্য। দুইটা ইউনিয়ন হলে উন্নয়ন কাজ বেশী করা যেত । এই রাস্তা ঘাটগুলার এমন অবস্থা থাকতনা।এ রাস্তা গুলা করবো এতে কোনো সন্দেহ নাই। গতবারো কিছু বরাদ্ধ দিছি এবারো দেয়া হবে। যাতে এলাকার মানুষ গুলোর দুর্ভোগ কমাতে পারি।

সিরাজদিখান উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ বলেন,এই এলাকার রাস্তার ব্যাপারে আমি অবগত আছি আগামী অর্থ বছরে এই রাস্তাটা আমরা করে দেবো।

মুন্সীগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মাহি বি চৌধুরী বলেন আমার নির্বাচনী এলাকারগুলোর মধ্যে সর্ববৃহৎ ইউনিয়ন এই বালুচর।তার মধ্যে এই তিনটি ওয়ার্ড অন্যতম।ইতোমধ্যে আমি অন্যান্য বরাদ্দ দিয়েছি রাস্তা পাকাকরন নিয়েও আলোচনা চলছে ইনশাল্লাহ করে দেওয়া হবে।

সময়ের কলম

Leave a Reply