মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল – বানারী ইউনিয়নের যুবলীগ সহ-সভাপতি নাজমুল চৌকিদার(৩৫)কে অর্থ আত্মসাৎ এর অভিযোগে গ্রেফতার করা হয়েছে। খবর নিয়ে জানা গেছে, উপজেলার হাসাইল-বানারী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মৃত রহমান চৌকিদারের ছেলে নাজমুল প্রায় একযুগ ধরে ঢাকার গুলিস্তানে একটি ইলেকট্রনিক পণ্য বিক্রির প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
গত কয়েকমাস পূর্বে যুবলীগ নেতা নাজমুল কাউকে কিছু না বলে সেই প্রতিষ্ঠান থেকে গ্রামের বাড়ি টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল গ্রামে চলে আসেন। পরবর্তিতে সেই প্রতিষ্ঠানের মালিক মুক্তার হোসেন হিসাব করে প্রতিষ্ঠানটির প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার গড়মিল দেখতে পান।
তিনি নাজমুলকে একাধিকবার মুঠোফোনে ও ব্যক্তি মারফত খবর পাঠিয়ে টাকার হিসাব চাইলে নাজমুল তাকে হুমকি ধামকি শুরু করে হিসাব দিতে অনিহা প্রকাশ করে। পরবর্তিতে সেই ইলেক্ট্রনিক পণ্য বিক্রির প্রতিষ্ঠানটির মালিক মোক্তার হোসেন বাধ্য হয়ে ঢাকার ওয়ারী থানায় মামলা করেন।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির মালিক মোক্তার হোসেন জানান, নাজমুল আমার প্রতিষ্ঠান থেকে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা আত্মসাৎ করেছে । সে আমার টাকা না দেওয়ার কারনে আমি মামলা করি। তার প্রেক্ষাপটে গতকাল শনিবার গভীর রাতে নাজমুলকে তার গ্রামের বাড়ি হাসাইল থেকে তাকে গ্রেফতার করে ওয়ারী থানা পুলিশ।
গ্রাম নগর বার্তা
Leave a Reply