শ্রীনগরে নতুন করে একজনের করোনা সনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৭২। সর্ব মোট সুস্থ হয়েছে ৭৫ জন। নতুন আক্রান্ত ব্যক্তির বাড়ি তন্তর এলাকার কাননীসার গ্রামে।
অন্যদিকে গত ২২ জুন উত্তর সেলামতিতে জরিনা নামে এক বৃদ্ধা করোনা উপসর্গ নিয়ে মারা গেলে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। বৃহস্পতিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এসব তথ্য জানা যায়।
এর আগে উপজেলার মাইজ পাড়ায় ৬০ বছরের এক বৃদ্ধ ও উত্তর কোলাপাড়ায় ৯০ বছরের এক বৃদ্ধ করোনা উপসর্গ নিয়ে মারা গেলে তাদের কোভিট-১৯ রিপোর্ট পজেটিভ আসে। এনিয়ে উপজেলায় মৃতের সংখ্যা দাড়ালো তিন।
নিউজজি
Leave a Reply