মুন্সীগঞ্জে আরও ১১ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৯২৫

কাজী সাব্বির আহমেদ দীপু: মুন্সীগঞ্জে প্রতিদিনই করোনা শনাক্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার আরও ১১জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ১৯২৫ জনে। আর গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে কোনো মৃত্যু না হওয়ায় মৃত্যুর মিছিলের সংখ্যা ৪৬ জনই রয়েছে। অন্যদিকে জেলায় করোনা জয়ীর সংখ্যা ৬৭ জন অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে এখনও নমুনা পেন্ডিং রয়েছে। পেন্ডিং থাকা রিপোর্ট আসলে করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ঁবে, এমনটাই আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের।

এদিকে বিভিন্ন শ্রেনী পেশার সচেতন মানুষ বলছে, জেলা স্বাস্থ্য বিভাগের নমুনা সংগ্রহ কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন রয়েছে। সচেতন মহল মনে করছে, নমুনা সংগ্রহ বৃদ্ধি করা হলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পাবে।

মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ বলেন, বৃহস্পতিবার বিকেলে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) ল্যাব থেকে ২৩৯টি প্রাপ্ত রিপোর্টে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ফলাফল এসেছে ১১ জনের। জানতে চাইলে বলেন, গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়নি। সার্বিক পরিস্থিতি সন্তোষজনক হলেও জেলায় করোনা পরিস্থিতি উন্নতির দিকে, তা বলা যাবে না। কেননা, করোনা সংক্রমন নিরবে পুরো জেলায় ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আরও করোনা শনাক্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

গ্রাম নগর বার্তা

Leave a Reply