টঙ্গীবাড়িতে কৃষকদের প্রনোদনা

টঙ্গীবাড়িতে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ, চারা, সার,সাইন বোর্ড ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে ২০১৯-২০ অর্থ বছরে খরিপ-১/২০২০-২১ মৌসুমে পারিবারিক কৃষির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১০ ধরনের বীজ, সার সহ নগদ টাকা কৃষকদের উপস্থিতিতে বিতরণ করা হয়। উপজেলা পর্যায়ে যাতে কোন জমি পতিত না থাকে এবং কৃষক যাতে ভেজাল মুক্ত সবজি নিজের পরিবারের চাহিদা পূরন করে বিক্রি করতে পারে সে জন্য প্রকৃত কৃষকদের ইউনিয়ন ভিত্তিক তালিকা করে তাদের মধ্যে বিতরন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলার কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শাহ্ আলম, বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, ভাইস চেয়ারম্যান নাহিদ খান।

আরও উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম, টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, আব্দুলাপুর ইউপি চেয়ারম্যান আ. রহিম মিয়া প্রমুখ।

প্রতিদিনের বাংলা

Leave a Reply