বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে নিহত টঙ্গীবাড়ীর ১৪ জনকে অর্থ প্রদান

বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে নিহত মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ীর ১৪ জনকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বুধবার বিকাল ৪টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অধিদফতর ও উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা পরিষদের অডিটরিয়ামে প্রত্যেক নিহতের পরিবারকে ৩০ হাজার টাকা করে অর্থ প্রদান করা হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার, উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম, প্রকল্প-বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, আ. রহিম মিয়া প্রমুখ।

গত ২৯ জুন ঢাকার বুড়িগঙ্গা নদীর শ্যামবাজার বরাবর মুন্সীগঞ্জের কাঠপট্টি থেকে ছেড়ে যাওয়া মনিং বার্ড নামক লঞ্চটি ঢাকা টু চাঁদপুর রুটের ময়ূর-২ নামক লঞ্চের ধাক্কায় ডুবে যায়। এ ঘটনায় ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়।

এর মধ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ১৪ জনের মৃতদেহ শনাক্ত করেছেন স্বজনরা।

যুগান্তর

Leave a Reply