মুন্সীগঞ্জ সদরে ঋণের টাকা আদায়কারীদের চাপের মুখে দুই সন্তানের জনক মো. জহিরুল ইসলাম খোকন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি রয়েছেন।
জানা গেছে, সদর উপজেলার রামপাল ইউনিয়নের সাকারী বাজার গ্রামের আলী আক্কাস মোল্লার ছেলে হতদরিদ্র জহিরুল ইসলাম শুক্রবার সকালে নিজের শোবার ঘরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
পরে তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।
তার স্ত্রী কাকলী বেগম জানান, ব্যবসায়িক প্রয়োজনে কয়েক বছর আগে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকার চড়া সুদে ঋণ নেন। চড়া সুদে নেওয়া দাদন ও ঋণের টাকা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় পাওনাদারদের চাপ বাড়তে থাকে। আবশেষে উপায় না দেখে তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।
কালের কন্ঠ
Leave a Reply