রজনীর গহিনে – জসীম উদ্দীন দেওয়ান

পৃথিবীটা কি আসলে এতো সুন্দর।
রজনীর গহিন গতরে
বৃষ্টি ঝড়ছে রিম ঝিম করে।
কি অপরূপ সে সুর।
মাতাল করে নির্ঘুমে থাকাদের টেনে মাখে সুখ মধুর।
বুকে জমানো দু:খগুলো সুখে ধুইয়ে দেওয়ার চেষ্টায় অবিরত।
দূর হয় অবাক হওয়া কবির হৃদয়ের জমানো ক্ষত।
কি মুগ্ধতায় বেজে ওঠে নূপুরের ঝুমুর ঝুমুর সুর!
বেঁচে থাকা কি এরই নাম, দুখ করে দূর।
নিরুপায় হয়ে পরা মানুষেরা,যারা ছিলো দিশেহারা।
এমন স্বপ্নমাখা রাতের মুগ্ধ গন্ধে, বেঁচে থাকার স্বাদ পায় তারা।
কি অপরূপ তোমার সৃষ্টি, ছয় ঋতুতে মেখে কৃষ্টি।
আমায় ডাকিয়া কহে, ঘুম এসোনা বাকি রাতি।
এসো স্নানে মাতি।
কি করে পাতি সন্ধি,
আমি হে ঘর বন্দি।
অবরুদ্ধতায় হায় হায়,
করোনার আগ্রাসনে।
রজনীর মাতাল বৃষ্টিতে না হয় হারাতাম সুখো বনে।
পৃথিবীটা স্বর্গ করে, সুখ আর সুখে গড়ে,
করোনা সড়ানো যায় কি, ঠেলে বহু দূরে?
অামি ভাবি তাই বারে বারে।
কি করে সড়াই করোনারে।
যে ধরায় স্বর্গ দিতে জানে,
সেই করোনা সড়াবে সুখের ভানে।
আসবে সবার তরে সে সুখ,
চেপে থাকা কষ্ট সড়িয়ে, হেসে ওঠবে বুক।

Leave a Reply