সিরাজদীখানে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২৫

মুন্সীগঞ্জের সিরাজদীখানে গত চার দিনে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না থাকায় বিপাকে পড়েছেন আহতরা।

গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত চার দিনে উপজেলার লতব্দী, বালুচর ও কেয়াইন ইউনিয়নের কয়েকটি গ্রামে পাগলা কুকুরের আক্রমণের শিকার হয়েছেন নারী-পুরুষসহ ২৫ জন। আক্রান্তদের মধ্যে রয়েছেন বড়বর্তা গ্রামের নাদিম (২১), খাসনগরের আমেনা বেগম (৪২), মোসাদ্দেক (৮), খলিল মার্কেট এলাকার লিমা আক্তার (৪) ও লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর গ্রামের সাফায়েত (৪)। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী বলেন, ‘এলাকায় কুকুরের সংখ্যা বেড়ে গেছে। এগুলো মানুষ ও গবাদিপশুকে কামড়াচ্ছে। কিন্তু কুকুর নিধনে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় কুকুর নিধন করা যাচ্ছে না।’ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান বলেন, ‘আমাদের এখানে ভ্যাকসিন সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। তাই যেখানে ভ্যাকসিন পাওয়া যায় আক্রান্তদের সেখানে যাওয়ার পরামর্শ দিয়েছি।

সমকাল

Leave a Reply