কাজী সাব্বির আহমেদ দীপু: মুন্সীগঞ্জে বুধবার আরও ২০জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৪৯৭ জন। আর গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে কোন মৃত্যু নেই। জেলায় জেলায় করোনা উপসর্গে মৃত্যুর মিছিলের সংখ্যা ৫৮ জন। অন্যদিকে একই দিনে আরও ৪৬জন সুস্থ হওয়ায় জেলায় করোনা জয়ীর সংখ্যা ১২২৪ জন।
এদিকে মুন্সীগঞ্জে প্রতিদিনই করোনা শনাক্তের সংখ্যা ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকায় সচেতন মহলে উদ্বেগ ও উৎকণ্ঠা বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছে, মুন্সীগঞ্জের ৬টি উপজেলায় নিরবে-নিভৃতে করোনা সংক্রমনের বিস্তার করেছে। এ মুর্হুতে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। যেভাবে মৃত্যুর মিছিলের সংখ্যা আরও দীর্ঘ হচ্ছে, তা আরও ভয়াবহ আকার ধারণ করবে।
মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, বুধবার প্রাপ্ত ১০৪টি নমুনা পরীক্ষার রিপোর্টে আরও ২০ জন করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন করোনা আক্রান্তের সংখ্যা ২৪৯৭ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু না থাকায় মৃতের সংখ্যা ৫৮ জন রয়েছে । এছাড়া উপজেলা ওয়ারী করোনা শনাক্ত হয়েছে, সদর উপজেলায় ১০৪৪ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ২৩৭ জন, সিরাজদীখান উপজেলায় ৩৯৮ জন, লৌহজং উপজেলায় ৩৩২ জন, শ্রীনগর উপজেলায় ২২৭ জন ও গজারিয়া উপজেলায় ২৫৯ জন। আর বুধবার নতুন শনাক্ত ২০ জনের মধ্যে সদর উপজেলায় ৬ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ২ জন, সিরাজদীখান উপজেলায় ৬ জন, লৌহজং উপজেলায় ৫ জন, শ্রীনগর উপজেলায় ১ জন। তিনি আরও জানান, বুধবার নতুন আরও ৪৬ জন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় করোনা জয়ীর সংখ্যা ১২২৪ জন।
গ্রাম নগর বার্তা
Leave a Reply