মুন্সীগঞ্জে ১ লাখ ২১ হাজার ৯৫০ টি বৃক্ষ চারা রোপন

কাজী সাব্বির আহমেদ দীপু: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষের চারা রোপন উদ্বোধনের পরই মুন্সীগঞ্জের ৬ টি উপজেলায় বৃহস্পতিবার ১ লাখ ২১ হাজার ৯৫০টি বৃক্ষ চারা রোপন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার তার কার্যালয়ের চত্ত্বরে একটি ফলদ, বনজ ও একটি ঔষধি বৃক্ষের চারা রোপণ করেন।

জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার জানান, মুন্সীগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় ২০ হাজার ৩২৫টি করে ৬ টি উপজেলায় মোট ১ লাখ ২১ হাজার ৯৫০টি বৃক্ষের চারা রোপণ ও বিতরণের কর্মসূচি পালন করা হয়।

Leave a Reply