মুন্সীগঞ্জে আরও ২৯ জনের করোনা শনাক্ত: জেলায় ২৫৬৭

কাজী সাব্বির আহমেদ দীপু: মুন্সীগঞ্জে শনিবার আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫৬৭ জন। আর গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে কোন মৃত্যু নেই। জেলায় জেলায় করোনা উপসর্গে মৃত্যুর মিছিলের সংখ্যা ৫৮ জন। অন্যদিকে একই দিনে আরও ২৪ জন সুস্থ হওয়ায় জেলায় করোনা জয়ীর সংখ্যা ১৩২২ জন।

এদিকে মুন্সীগঞ্জে প্রতিদিনই করোনা শনাক্তের সংখ্যা ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকায় সচেতন মহলে উদ্বেগ ও উৎকণ্ঠা বৃদ্ধি পেয়েছে।

মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, শনিবার প্রাপ্ত ১০৩ টি নমুনা পরীক্ষার রিপোর্টে আরও ২৯ জন করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন করোনা আক্রান্তের সংখ্যা ২৫৬৭ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু না থাকায় মৃতের সংখ্যা ৫৮ জন রয়েছে ।

তিনি জানান, নতুন শনাক্ত ২৯ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১৬ জন, সিরাজদিখান উপজেলায় ৫ জন, লৌহজং উপজেলায় ৬ জন, শ্রীনগর উপজেলায় ২ জন ও গজারিয়া উপজেলায় ১ জন। এছাড়া শনিবার আরও নতুন ২৪ জন সুস্থ হওয়ায় এখন জেলায় করোনা জয়ীর সংখ্যা ১৩২২ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছে, মুন্সীগঞ্জের ৬টি উপজেলায় নিরবে-নিভৃতে করোনা সংক্রমনের বিস্তার করেছে। এ মুর্হুতে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। যেভাবে মৃত্যুর মিছিলের সংখ্যা আরও দীর্ঘ হচ্ছে, তা আরও ভয়াবহ আকার ধারণ করবে।

গ্রাম নগর বার্তা

Leave a Reply