জেলায় নেই সাপে কাটা রোগীর জন্য সু-চিকিৎসা!

রিয়াদ হোসাইন: বন্যার ফলে মুন্সিগঞ্জে সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। জেলার ছয়টি উপজেলায় ১০ লাখের অধিক মানুষের বসবাস। জেলায় একটি জেনারেল হাসপাতালসহ ৬টি স্বাস্থ্য কমপ্লেক্স আছে। দুঃখজনক হলেও উপজেলা পর্যায় কোথাও সাপে কাটা রোগীর জন্য প্রতিষেধক ভ্যাকসিন ‘অ্যান্টিভেনম’ নেই। ফলে সাপে কাটা রোগীদের নিয়ে জেলাবাসীকে আতঙ্কে থাকতে হয়। চলতি বছর সাপে কাটায় টঙ্গীবাড়ী উপজেলায় এক কিশোর ও সিরাজদিখান উপজেলায় এক নারীর মৃত্যুর ঘটনাও ঘটেছে।

জানা গেছে, মুন্সিগঞ্জে প্রয়োজনের তুলনায় সাপের ভ্যাকসিন ‘অ্যান্টিভেনম’ অপ্রতুল। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ১০০টি ও সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ৫টি ইনজেকশন আছে। তাছাড়া বাকি ৪টি উপজেলা (শ্রীনগর , লৌহজং, টঙ্গীবাড়ী ও গজারিয়া) স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন নেই। এমনকি ভ্যাকসিন পুশ করার জন্য যে অভিজ্ঞ ডাক্তার প্রয়োজন তাও নেই।

এছাড়া ওষুধের দোকানগুলোতে এ ভ্যাকসিন রাখা হয় না। সাপে কাটা রোগীর সেনসিভিটি টেস্ট করতে হয় যা খুবই ঝুঁকিপূর্ণ। এরপরও অ্যান্টিভেনম পুশ করার পর রোগীর অবস্থার অবনতি হতে থাকলে তাকে আইসিইউতে নিতে হয়। যা মেইনটেইনের কোনো ব্যবস্থা নেই স্বাস্থ্য কমপ্লেক্সে গুলোতে। অর্থাৎ লজিস্টিক সাপোর্ট না থাকায় ইনজেকশন দেয়ার পর রোগীর শরীরে যে ইফেক্ট পড়বে তা মোকাবিলা করার সাধ্য উপজেলায় ও জেলা পর্যায়ে ডাক্তারদের পক্ষে সম্ভব নয় বলে জানা গেছে। যার কারণে সাপে কাটা রোগীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করতে হয়। এছাড়াও গ্রামের মানুষরা সাপে কাটা রোগীদের নিয়ে এখনো সচেতন না। যার কারণে তারা এখনও রোগীদের ওঝা বা কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করে থাকে।

টঙ্গীবাড়ীর এলাকার আ.কাদির জানান, গত রবিবার উপজেলার কামারখাড়া ইউনিয়নে এক কিশোরকে সাপে কাটে । মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করে। পরবর্তীতে ছেলের পরিবার ঢাকা না নিয়ে ওঝা বা কবিরাজের কাছে নিয়ে যায়। পরে ওই কিশোরের মৃত্যু হয়। তাই এ বিষয়ে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের উচিত সচেতনতামূলক প্রচারণা চালানো।

দিঘীরপাড়ের মো. সুজন জানান, পানি বেড়ে যাওয়ায় সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সময় এলাকায় বিভিন্ন প্রজাতির সাপ দেখা যায়। এতে মানুষ আতঙ্কিত রয়েছে আর মুন্সিগঞ্জে সাপের কামড় দেওয়া রোগীদের কোনো চিকিৎসা ব্যবস্থা না থাকায় জনমনে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান জানান, এ বর্ষায় ৪ থেকে ৫ জন সাপে কাটা রোগী চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। আমরা তাদের ঢাকায় প্রেরণ করেছি। এদিকে, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি ভ্যাকসিন ‘আ্যান্টিভেনম’ আছে। তবে সাপে কাটা রোগীর চিকিৎসা দেওয়ার মতো অভিজ্ঞ চিকিৎসক নেই। যদি কোনো রোগী ঝুঁকি নিয়ে ইনজেকশন নিতে চান তাহলে আমরা ভ্যাকসিন পুশ করি। তা না হলে ঢাকা প্রেরণ করি।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাসলিমা আনাম বলেন, সাপের ভ্যাকসিন উপজেলা পর্যায় পাওয়া যায় না। জেলায় সাপের ভ্যাকসিনের জন্য বলা হয়েছে।

লৌহজং উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামীম আহমেদ জানান, হাসপাতালে রেকর্ড অনুযায়ী এ বছর কোনো সাপে কাটা রোগী আসেনি। আর সাপে কাটা রোগীর চিকিৎসা দেওয়ার মতো তেমন ব্যবস্থাও নেই।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৈয়দ রেজাউল ইসলাম বলেন, ভ্যাকসিন ইনজেকশন পুশ করলে রোগীর অবস্থা অবনতি হতে পারে এমনকি মৃত্যুও হতে পারে। সে সময় চিকিৎসা দেওয়ার জন্য আইসিইউতে ভর্তি রাখতে হয়। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে সেরকম লজিস্টিক সাপোর্ট নেই। তখন রোগীর আত্মীয়রা বলবে ইনজেকশন দিয়ে মেরে ফেলছে রোগীকে। তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয় সাধারণত।

মুন্সিগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ দৈনিক মুন্সিগঞ্জের খবরকে বলেন, ‘অ্যান্টিভেনম’ সরবরাহ রয়েছে কিন্তু এর ব্যবহার খুবই কম হয়। আমাদের স্টকে এখন ১০০টি ভ্যাকসিন রয়েছে। আরও ভ্যাকসিন আসার কথা রয়েছে।

এছাড়াও সাপে কাটা রোগীদের এ বিষয়ে সচেতন হতে হবে। অনেক ক্ষেত্রে তারা দেরি করে স্বাস্থ্য কেন্দ্রে আসেন। যার কারণে অনেক সময় রোগীদের বাঁচানো সম্ভব হয়ে ওঠে না। কিছুদিন আগে সাপে কাটা রোগীদের চিকিৎসার বিষয়ে একটি সভাও হয়েছে। এখন চিকিৎসকদের প্রশিক্ষণের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করা হবে।

দৈনিক অধিকার

Leave a Reply