রাহমান মনি / টোকিও: বদনাম যেনো কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশের। দেশ কিংবা বিদেশে ঘটিত একের পর এক ন্যাক্কারজনক ঘটনায় জাপানে প্রবাসীদের মাথা নত হয়ে আসছে।
জাপানের অত্যন্ত প্রভাবশালী পত্রিকা ‘মাইনিচি শিম্বুন’গত ১৮ জুলাই ‘২০ শনিবার সংবাদ সংস্থা এ,পি’র বরাত দিয়ে স্থানীয় জাপানী ভাষায় করোনায় ভুয়া সনদ প্রদান করার অভিযোগে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক স্থানীয় একটি হাসপাতালের কর্নাধার আটকের সচিত্র সংবাদ পরিবেশন করে। কোভিড-১৯ সনদ জালিয়াতির ওই ঘটনায় জাপান প্রবাসীদের মাথা নত হয়ে যায় জাপানে।
মাত্র ১০ দিনের ব্যবধানে জালিয়াতির আরেক ঘটনার সচিত্র সংবাদ জাপান মিডিয়ায় ( যদি ছবি প্রকাশ করা হয়নি ) প্রচার পেলে জাপানে বসবাসরত বাংলাদেশীরা আবার লজ্জায় পতিত হয়।
এবারের জালিয়াতির ঘটনাটি ঘটিয়েছে স্বয়ং জাপান প্রবাসী। হোসেন রিয়াত ( জাপানী উচ্চারনে ) নামের জনৈক জাপান প্রবাসী বাংলাদেশী কর্তৃক নয় লাখ ইয়েন এর ক্রেডিট কার্ড জালিয়াতির ঘটনার জাপান পুলিশ কর্তৃক আটক এর খবর জাপান নিউজ নেটওয়ার্ক ( JNN ) এর বরাত দিয়ে প্রভাবশালী সম্প্রচার টি,বি,এস ( TBS ) এ সম্প্রচার এবং পরবর্তীতে প্রিন্ট মিডিয়াতে আসলে জাপান প্রবাসীদের মাথা নত হয়ে যায়।
টিবিএস কর্তৃক সম্প্রচার অনুযায়ী গত বছরের সেপ্টেম্বর মাসে জাপানে অনুষ্ঠিত বিশ্বকাপ বিশ্বকাপ রাগবি ২০১৯ উপলক্ষ্যে জাপানে আসা এক ব্রিটিশ নাগরিক টোকিওর একটি বার-এ মদপান করতে গেলে সেখানে বাংলাদেশী পাসপোর্টধারী জনৈক হোসেন রিয়াত অসৎ উদ্দেশ্যে কাস্টমার কে অতিরিক্ত মদ পান করিয়ে নয় লাখ ইয়েন এর বিল আদায় করে নেয়। ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পরিশোধ এবং মদপানে নেশায় ডুবে থাকায় কাস্টমার বিষয়টি বুঝতে পারেন নি। পরবর্তীতে পরিশোধ করার জন্য বিল আসলে তিনি টের পান এবং ক্রেডিট কার্ড কোম্পানির কাছে অভিযোগ করেন।
তার ই পরিপ্রেক্ষিতে বিভিন্ন তদন্ত শেষে জড়িত থাকার সন্দেহে জাপান পুলিশ রিয়াত হোসেন কে গ্রেফতার করতে সক্ষম হয়।
জাপান নিউজ নেটওয়ার্ক জানায় জাপানে অনুষ্ঠেয় বিশ্বকাপ রাগবি টুর্নামেন্ট ‘১৯ এবং টোকিও অলিম্পিক ও প্যারা অলিম্পিক ২০২০ কে টার্গেট করে একটি সঙ্গবদ্ধ দল ক্রেডিট কার্ডের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার টার্গেট নিয়ে মাঠে নামে। ইতোমধ্যে চক্রটি বিগত সাড়ে ছয় বছরে ৬৬ কোটি হাতিয়ে নিতে সক্ষম হয়। আর এর সাথে অনেক বিদেশী নাগরিক জড়িত।
সেই বিদেশী নাগরিকদের তালিকায় একজন বাংলাদেশীর নাম উঠে আসায় প্রবাসীরা ক্ষুব্ধ , লজ্জিত এবং একই সাথে বিস্মিত। যদিও এর আগেও ক্রেডিট কার্ড বিল জালিয়াতির সঙ্গে বাংলাদেশীদের সংশ্লিষ্টতার একাধিক অভিযোগ প্রমানিত হয়েছে। কয়েকজন বিভিন্ন মেয়াদে সাজাও খেটেছেন । তারপরও তারা থেমে নেই।
প্রবাসীরা মনে করেন প্রবাসী সমাজেও এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া অতীব জরুরী হয়ে পড়েছ ।
Leave a Reply