ঠিকানা – জসীম উদ্দীন দেওয়ান

পদ্মার রুদ্র রূপ,খান খান কইরা দেয় আমার জন্মভূমি।
রাহুগ্রাসে লন্ড ভন্ড তীর বাস,
আহারে নিঠুর সর্বনাশ।
দিনে রাত সময়টা কই দেয়?
ভয়াল দাবায়, মূহুর্তে সব কাইড়া নেয়।
ঢেউয়ের তোড়ে ভেসে যায় হাজারো অার্তনাদ।
ঠিকানা হারা মানুষেরা ঠাঁইহীন কাটে দিন রাত।
নির্দয় পদ্মা, পাষান পদ্মা, রিক্ত করে মানুষেরে।
খোলা আকাশে হায় হায় রব ওঠে বারে বারে।
পথবাসি যাবে কার তরে!
বছিরুনের ঘর খাইছে, সিরাজের বাপ দাদার ভিটা খাইছে,
হাফিজুরের ফসলি জমি উদরে ভরছে।
থামে নাই তবু।
উদর ভরেনা কভু।
পদ্মায় খালি খায় আর খায়।।
আমার জন্ম ভুমি খায়,
আমার বসতভিটা খায়,
আমার ঠিকানা খায়।
আমার ভালোবাসারে খায়।
বেবাকেরে পথবাসি বানায়।।
আমি রাত কাটাই অবশিষ্ট পদ্মার পাড়ে।
সে রাতে দেখেছি পদ্মার নোংরামী বারে বারে।
ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, জন নাই।
প্রাণ হীন যেন আমি ঠাঁই, আড়ালে উঁকি দিয়ে যাই।
অবলা মাটিরে ঠুকরিয়ে ঠুকরিয়ে খায়, হিংসুক পদ্মায়।
এখানে ঘর ছিলো, গোলায় ধান ছিলো, পালে ভরা গরু ছিলো,
আমার ভালোবাসা এখানেই ছিলো।
রাক্ষুসী এক নিমিষে গিলে খেলো।
ঘোর আধাঁরে ডুবিয়ে দিলো, আমার জীবন অধ্যায়।
বেবুঝ পদ্মায়।।

Leave a Reply