প্লাজমা দিতে মুন্সিগঞ্জ থেকে ঢাকায় গেলেন ৪০ পুলিশ সদস্য

প্লাজমা দিতে মুন্সিগঞ্জ থেকে ঢাকায় গেলেন জেলা পুলিশের ৪০ জন সদস্য। মঙ্গলবার (১৮ আগষ্ট) সকাল ৮টায় জেলা পুলিশ লাইন্স থেকে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগের উদ্দেশ্যে একটি বাসে রওয়ানা করেন তারা।

জানা যায়, জেলার ১৫৬ জন পুলিশ দস্য এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন একজন এবং সুস্থ হয়েছেন ১৪৮ জন সদস্য। সুস্থ হওয়া ৪০ সদস্যকে প্লাজমা ডোনেট করতে আজ ঢাকায় পাঠানো হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুর রায়হান জানান, সঠিক চিকিৎসা ও পরিচর্যার ফলে দ্রুত সুস্থ হয়ে ওঠা করোনাবিজয়ী ৪০ জন পুলিশ সদস্য প্লাজমা ডোনেট করতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগের উদ্দেশ্যে রওনা করেন।

সারাদেশে করোনা আক্তান্ত মুমূর্ষ রোগীরা যেন দ্রুত ও সহজে প্লাজমা পায় তার জন্য মুন্সিগঞ্জ জেলা পুলিশের এই উদ্যোগ। দেশে করোনা শুরু হওয়ার পর থেকেই জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করেছে।

নিউজজি

Leave a Reply