মুন্সীগঞ্জ জেলাধীন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সংস্কার কাজে ব্যবহৃত ব্লকের সাথে ধাক্কা লেগে একটি প্রাইভেট কার দুমড়ে-মুচরে গেছে। এ দুর্ঘটনায় ওই প্রাইভেট কারে থাকা সাংবাদিকসহ একই পরিবারের ৭ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে জেলার লৌহজং উপজেলাধীন বেজগাঁও বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় দৈনিক সমকালের সিনিয়র সম্পাদনা সহকারী মাজেদ হোসেন ও তার মা, বোন, বোন-জামাই এবং তিন ভাগিনা আহত হয়।
আহত সাংবাদিক মাজেদ হোসেন দৈনিক অধিকারকে জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্লক রেখে সংস্কারকাজ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের প্রাইভেট কারটি তাতে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারে সামনের অংশ দুমড়ে-মুচরে যায়। দুর্ঘটনার পর আহতদের শ্রীনগর ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এছাড়া উন্নত চিকিৎসার জন্য আমার মাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেদ দৈনিক অধিকারকে জানান, ‘সবাই শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করে ঢাকায় চলে গেছেন। দুর্ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।’
দৈনিক অধিকার
Leave a Reply