মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অবৈধ ভেসাল ও কারেন্ট জালে অবাধে মাছ শিকার চলছে।উপজেলার বিভিন্ন খালে শতাধিক স্থানে ভেসাল জাল ও প্রতিটি খালের আশপাশে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে প্রকাশ্যে মাছ শিকার করছে এক শ্রেণির মানুষ। এতে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে। সেই সঙ্গে ওইসব খালের পানির স্রোত ও পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত হয়ে খালের আশপাশে কৃষি জমি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ডিমওয়ালা ও ছোট পোনা মাছসহ অন্যান্য জলজপ্রাণী অকালে মারা যাওয়ায় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
বুধবার সরেজমিন উপজেলার ধীপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরী কালভাট সংলগ্ন খাল পরিদর্শন করে দেখা যায়, মোস্তফা ও ভাষানী ভেসাল জালের মাধ্যমে দেশীয় প্রজাতির ছোট ছোট পোনা মাছ শিকার করছে। মৎস্য আইনানুযায়ী উন্মুক্ত জলাশয়ে, খাল-বিলে মাছ চলাচলে প্রতিবন্ধকতা, খালে কোনো কিছু দিয়ে আড়াআড়ি বাঁধ দেয়া বা যে কোনো ধরনের ফাঁদ ব্যবহার ও স্থাপনা নির্মাণ এবং ভেসাল ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ। অথচ মৎস্য আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে দেশীয় প্রজাতির মাছ শিকার করছে তারা। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির মৃধা জানান, অবৈধ বেড়া ও জাল উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।
যুগান্তর
Leave a Reply