মঙ্গলবার সন্ধায় মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার কামারখাড়া বাজার ও রাউৎভোগ শাহী বাজারের সাত ব্যবসায়ীকে মূল্য তালিকা না থাকা, ওজন পরিমাপ সঠিক না হওয়া অর্থদন্ড প্রদান করা হয়েছে। কামারখাড়া বাজারের মোতালেব ফকিরকে দুই হাজার, আওলাদ হোসেনকে তিন হাজার, জাহাঙ্গীর হোসেনকে এক হাজার, নুরুল হক বেপারীকে এক হাজার, মিলন মৃধাকে দুই হাজার এবং রাউৎভোগ শাহী বাজারের আঃ আউয়ালকে দুই হাজার ও কামাল শেখকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন টংগিবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাম্মৎ হাসিনা আক্তার।
Leave a Reply