মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২২ পিস ইয়াবাসহ আটক- ২

মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় পৃথক অভিযানে ২২ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়েছে। লৌহজং থানার এসআই মাসুদ রানার নেতৃত্বে লৌহজং থানাধীন মশদগাঁও এলাকা হইতে শিপন শেখ(২৭) পিতা শাহজাহান শেখ সাং- বড়নওপাড়া থানাঃ লৌহজং জেলাঃমুন্সিগঞ্জ কে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পৃথক অভিযানে লৌহজং থানার এসআই রাসেল মিয়ার নেতৃত্বে অত্র থানাধীন গোয়ালিমান্দ্রা এলাকা হইতে রিপন মাল পিতাঃ কাশেম মাল সাং- গোয়ালি মান্দ্রা থানাঃ লৌহজং জেলাঃমুন্সিগঞ্জ কে ১২ পিস ইয়াবাসহ আটক করা হয়। ধৃত আসামিদের বিরুদ্ধে লৌহজং থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

গ্রাম নগর বার্তা

Leave a Reply