আরিফ হোসেনঃ শ্রীনগরে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের উল্টোদিকে আয়োজিত বিয়ের অনুষ্ঠান পন্ড করে দিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় তিনি মেয়ের বাবা মোঃ লিটনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
স্থানীয়রা জানায়, নবম শ্রেণীর ওই ছাত্রীর বিয়ে ঠিক হয় উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মধুরাপাড়া গ্রামের সৌদি প্রবাসী চল্লিশোর্ধ এক ছেলের সাথে। শুক্রবার দুপুরে বরযাত্রী আসার পর মোবাইল ফোনের মাধ্যমে প্রবাসীর সাথে ওই ছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসলে তিনি বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে তা বন্ধ করে দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফিরদৌস, শ্রীনগর থানার এসআই মোঃ আল আমিন সরকার প্রমূখ।
এব্যাপারে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার বলেন, বাল্য বিয়ে সমাজের একটি ব্যাধি। এই ব্যাধি দূর করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জোড়ালো নির্দেশনা রয়েছে। শ্রীনগর উপজেলায় বাল্য বিয়ে প্রতিরোধ করার জন্য মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply