রিকাবীবাজারে ইয়াবাসহ রিপন ও হোসেন গ্রেফতার

মোহাম্মদ শাহরিয়ার: গতকাল বুধবার সোয়া ১০টায় মুন্সীগঞ্জ ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবীবাজর থেকে পৃথক অভিযানে দুইজনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে।

প্রথম অভিযানে গোপপাড়া গ্রামের মধুসূদন ফার্মেসীর সামনে থেকে মো: রিপন (৫০)কে গ্রেফতার করে ডিবি পুলিশ। তার পিতার নাম হচ্ছে আব্দুল হাই। তার গ্রামের বাড়ি নৈদিঘীরপাড়ে।

তার কাছ ২৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ। দ্বিতীয় অভিযানে পরবর্তীতে রাত ১১টা ৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে অপর আরেকটি অভিযানে মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবীবাজার পূর্বপাড়া গ্রামের জনৈক হীরার বাড়ির সামনে এবং তার বাড়ীর ভেতর থেকে মোহাম্মদ হোসেন (১৯)কে ডিবি পুলিশ গ্রেফতার করে।

তার পিতার নাম হচ্ছে মো: দেলোয়ার হোসেন। তার গ্রামের বাড়ি হচ্ছে পূর্বপাড়ায়। তার কাছ থেকে ১৮০ ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭৫ হাজার ৭০০ টাকাসহ আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ। এই ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানায় ভিন্ন ভিন্ন দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে।

আসামি মোহাম্মদ হোসেন এবং পলাতক আসামি হিরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে এলাকাবাসী জানায়। হীরার বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকের একাধিক মামলা আছে বলিয়া জানা যায়।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply