রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগে মুন্সীগঞ্জ আদালতে মামলা হয়েছে। রোববার মুন্সীগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৪ এ মো. হুমায়ুন কবির ওরফে শোভন চোকদারর নামে এক বালু ব্যবাসায়ী মামলাটি দায়ের করেন।
মামলার বরাতে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিখিল চন্দ্র মল্লিক সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হুমায়ুনের কাছ থেকে ১২ লাখ ৫৭ হাজার ৮১৬ টাকার বালু কিনে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা দেন
সাহেদ। পরে সাহেদ তার নিজের নামে ৩ লাখ টাকার দুটি চেক হুমায়ুনকে দেন এবং বাকি টাকা পরে পরিশোধ করবেন বলে জানান।
নিখিল বলেন, “পরে হুমায়ূন টাকা উত্তোলনের জন্য চেক দুটি ব্যাংকে জমা দিলে সাহেদের অ্যাকাউন্টে টাকা না থাকায় তা ডিসঅনার করে ফেরত দেওয়া হয়। এরপর উকিল নোটিশ দিলেও আসামি টাকা ফেরত না দেওয়ায় রোববার আদালতে চেক জালিয়াতির মামলা রুজু করা হয়।”
আদালতের বিচারক আরফাতুল রাকিব মামলাটি আমলে নিয়ে সাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদশ দেন বলে জানান এ আইনজীবী।
বিডিনিউজ
Leave a Reply