সুপার স্টার ফ্যান কারখানায় অগ্নিকাণ্ড

মুন্সীগঞ্জের গজারিয়ায় সুপার স্টার ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন একজন। বুধবার রাত পৌনে ৮টায় উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় অবস্থিত কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

গজারিয়া ফায়ার সার্ভিস ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আহত সাইদুর রহমান খান (দীপু) গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

এ বিষয়ে সুপার স্টার কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা বিজয় বাবুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘প্রতিষ্ঠানে কাজ চলাকালীন সময়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিস চলে আসায় কারখানার ভেতরে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের কারও বক্তব্য পাওয়া যায়নি।

অবজারভার

Leave a Reply