মুন্সীগঞ্জে বন্ধ হয়নি রাতে বাল্কহেড চলাচল

রাতে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চের নিরাপত্তায় বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে অসংখ্য অবৈধ বালুবাহী নৌযান (বাল্কহেড)। সব ধরনের বালুবাহী নৌযানের রাতে চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে চলাচল করছে নিয়মিত। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করেই মুন্সীগঞ্জের ধলেশ্বরী ও মেঘনা নদীতে রাতে অসংখ্য বালুবাহী বাল্কহেড অবাধে চলাচল চালিয়ে যাচ্ছেন।

এসব নৌযানের কারণে একাধিক নৌ-দুর্ঘটনায় হতাহতের ঘটনা চিহ্নিত হওয়ার পর সংশ্লিষ্ট জেলা প্রশাসন প্রায় পাঁচ-ছয় বছর আগে রাতে বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা জারি কর। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে বালুবাহী বাল্কহেডগুলো। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট জেলার নৌ-পুলিশকে ম্যানেজ করেই এসব বাল্কহেড চলাচলের সাহস পাচ্ছে। এতে করে বড় ধরনের নৌ-দুর্ঘটনার আশঙ্কায় থাকতে হচ্ছে নৌরুটে চলাচলকারী বিভিন্ন ল চালক ও যাত্রীদের।

জানা যায়, মুন্সীগঞ্জের ধলেশ্বরী ও মেঘনা নদী হয়ে কয়েক হাজার বাল্কহেড চলাচল করে থাকে। মুন্সীগঞ্জ জেলা সদর ও গজারিয়া উপজেলার মেঘনা নদীতে জেলা প্রশাসনের ইজারাকৃত একাধিক বালু মহাল রয়েছে। বাল্কহেডগুলো ওই সব বালু মহাল থেকে দিন-রাত মিলিয়ে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে থাকে। আর সেই বালু বোঝাই বাল্কহেড গুলো মেঘনা ও ধলেশ্বরী নদী হয়ে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। দিনের বেলায় বাল্কহেড চলাচল নিরাপদ হলেও রাতের আঁধারে এই বাল্কহেডই হয়ে উঠছে দুর্ঘটনার কারণ। তাই দীর্ঘ দিন আগে থেকেই নৌ-দুর্ঘটনা এড়াতে রাতের বেলায় বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছিল জেলা প্রশাসন।

এ বিষয়ে গজারিয়া নৌ-পুলিশ ইউনিটের ইনচার্জ মো. আব্দুল হান্নান মিয়া দৈনিক অধিকারকে বলেন, ‘বালু মহালের কিছু ইজাদাররা বাল্কহেড থেকে এই চাঁদা উত্তোলন করছেন। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। এছাড়া রাতে বাল্কহেডের চলাচল বন্ধ করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গত এক মাসে ৫টি বাল্কহেড আটক করা হয়। এতে ১০ মাঝি-মাল্লার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে আগের তুলনায় বর্তমানে নদী পথে বাল্কহেড চলাচল অনেকটা কমে গেছে।’

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.কবির হোসেন বলেন, ‘রাতের অন্ধকারে বাল্কহেড চলাচল খুবই ঝুঁকিপূর্ণ। কেননা বাল্কহেডের বেশিরভাগ অংশই পানিতে ডুবে থাকে। এছাড়া লাইটিংয়ের তেমন ব্যবস্থা নেই। এতে করে দ্রুতগামী নৌযানের সাথে যেকোনো মুহূর্তে সংঘর্ষ ঘটতে পারে। রাতের অন্ধকারে বাল্কহেড চলাচল বন্ধ করার জন্য আমরা নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করছি। করোনাকালিন সময় ৪টি বাল্কহেড আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।’

বিষয়টিতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো.মনিরুজ্জামান তালুকদার দৈনিক অধিকারকে বলেন, ‘দুর্ঘটনা এড়াতে রাতের অন্ধকারে বাল্কহেড চলাচল বন্ধ করার জন্য নৌ-পুলিশ ও কোস্টগার্ডকে নির্দেশনা দেওয়া আছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।’

দৈনিক অধিকার

Leave a Reply