মো. ইমন হোসেন লৌহজং: মুন্সীগঞ্জের লৌহজংয়ে থানা পুলিশের উপর ডাকাতের হামলার ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার পূর্ব ভোগদিয়া গ্রামের প্রধান সড়কে এ ঘটনা ঘটে। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন লৌহজং থানা পুলিশ।
জানা যায়, এ ডাকাত দলের সদস্যরা প্রতিনিয়ত বিভিন্ন রাস্তাঘাটে রাতের আঁধারে ডাকাতি করে। এ ঘটনাটি ভুল বসতো পুলিশ সদস্যর উপর হামলার ঘটনা ঘটায়। আসামিরা হলেন বরগুনা জেলার আমতলীর মৃত আবদুল কুদ্দুসের পুত্র এনামুল হক (৩১), পটুয়াখালী জেলার রাঙ্গাবালির মৃত ফজলে আলী পহলানের পুত্র কামাল পহলান (৪০), বরিশালের মুলাদি থানার মৃত হাছেন সিপাহীর পুত্র আলমগীর সিপাহী (৪২), বরগুনা জেলার আমতলীর মৃত সোবাহান খানের পুত্র আবু তালেব (৩৩)।
লৌহজং থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসাইন সংবাদ সম্মেলনে জানায়, প্রতিদিনের মতো লৌহজং থানা পুলিশ টহলে বের হয়। এ সময় টহলে থাকা অবস্থায় উপজেলার প্রধান সড়ক পূর্বভোগদিয়া এলাকার রাস্তায় গাছ ফেলে পুলিশের সিএনজির গাড়ির উপর হামলা করে। পরে ডাকাত দলটি পুলিশ দেখে পালানোর চেষ্টা করে। কিন্তু তাৎক্ষণিক ডাকাত দলের তিন সদস্যকে আটক করা হয়। পরে স্থানীয় পুকুরের কচুরিতে পলানোর চেষ্টা করে আরেক ডাকাত সদস্য। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করার পর সেই ডাকাত দলের সদস্যকে আটক করা হয়। দুই জন এখনও পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে লৌহজং থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, আমরা রিমান্ডের আবেদন করেছি।
গ্রাম নগর বার্তা
Leave a Reply