ইলিশ সংরক্ষণ অভিযানে হেলিকপ্টারঃ মাছ ধরার ট্রলার ধ্বংস করা হচ্ছে

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করার সময় হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। এ অভিযানে ৯১টি ইলিশ ধরার ট্রলার ধ্বংস করে দিয়েছে নৌ-পুলিশ সদস্যরা। এছাড়া ১০ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাতভর অভিযান চালায় নৌ-পুলিশ ও মৎস্য অফিস। এসময় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার অভিযানে অংশ নেয়।

মুন্সীগঞ্জ মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল জানান, নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানের নেতৃত্বে পদ্মার বিভিন্ন চরে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন চর ও নদী থেকে ৯১টি ট্রলার ও ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এই সময় ৬ জেলেকে আটক করা হয়েছে। যাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হচ্ছে।

বাংলা ট্রিবিউন

Leave a Reply