মুন্সীগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলো বাবা-মা

মুন্সীগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলো মা-বাবা। মাদকাসক্ত মো. আশিকুর রহমানের (২৭) অত্যাচার থেকে বাঁচতে থানায় লিখিত অভিযোগ করেছেন বাবা-মা।

মাদকাসক্ত মো. আশিকুর রহমানের বাবা মো. আবুল হোসেন জানান, দীর্ঘদিন ধরে কিছু যুবকের সঙ্গে মিশে ইয়াবা সেবন করে আসছিলেন মো. আবুল হোসেনের ছেলে মো. আশিকুর রহমান (২৭)।

মাদকের টাকা জোগাড় করতে তিনি প্রায়ই বাবা-মা ও বোনকে মারধর করতেন। দিন দিন মাদকসেবনের মাত্রা বেড়েই চলছিল। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে পরিবারের সদস্যরা পুলিশের কাছে ছেলের বিষয়ে লিখিত অভিযোগ করেন।

এরপর গোয়েন্দা পুলিশের সদস্যরা আশিকুরকে ইয়াবাসহ আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালত মাদকসেবনকারী ছেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।

সোমবার (২ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ-উল-সাবেরিন এই সাজা দেন। এর আগে সকালের দিকে জেলা শহরের মধ্য কোটগাঁও এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, পরিবারের সদস্যরা মাদকসেবনকারী ছেলের অত্যাচার সইতে না পেরে পুলিশের কাছে আসে। ইয়াবা সেবন করে ছেলের অত্যাচারের বিষয়টি জানান। এরপর সোমবার (২ অক্টোবর) সকালে নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে আশিকুর রহমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কয়েক পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

ডিবির ওসি মোজাম্মেল হক জানান, গত ৮ বছরে তার বিরুদ্ধে ৬টি মাদক মামলা আছে।

রাইজিংবিডি

Leave a Reply