আরিফ হোসেনঃ ফ্রান্সে রাষ্ট্রীয় ভাবে মহানবী(সঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইত্তেফাকুল ওলামা’র শ্রীনগর উপজেলা শাখা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সংগঠনটির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শ্রীনগর সদরের এম রহমান শপিং কমপ্লেক্সের সামনে থেকে শুরু করে শ্রীনগর প্রেস ক্লাবে এসে শেষ হয়। ইত্তেফাকুল ওলামার শ্রীনগর শাখার সভপতি মাওলানা রেজাউল বারীর সভাপতিত্বে এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মুফতী খালেদ সাইফুল্লাহ, সহ সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন, দোয়া পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মুফতী আশরাফ আলী কাসেমী।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবু ইউসুফ,মাওলানা মোশাহেদ, মাওলানা ইসহাক, মাওলানা শাহজালাল, মাওলানা জাকারিয়া,মাওলানা মোঃ হাসান,মাওলানা জাকির হোসাইন, মাওলানা আব্দুল বাতেন, মাওলানা জোনাঈদ,মাওলানা সাইফুল্লাহ, মাওলানা আলী হায়দার, মওলানা আবুল বাশার প্রমুখ
Leave a Reply