মুন্সীগঞ্জে কৃষক সেজে আসামি গ্রেপ্তারে পুলিশ

মুন্সীগঞ্জে কৃষক সেজে অভিনব কৌশলে আল আমিন বেপারি(২২) ও আনিস বেপারি(৪৮) নামে দুই বিস্ফোরক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

শনিবার সকাল ১০টায় চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আল আমিন ও আনিস খাসকান্দি এলাকার বাসিন্দা।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান জানান, গত ৭ নভেম্বর খাসকান্দি এলাকায় দুই পক্ষের সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনায় দুটি মামলায় ৭২ জনকে আসামি করা হয়। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। আল আমিন ও আনিস ওই মামলার আসামি।

রবিবার সকালে সাব-ইন্সপেক্টর সুশান্ত বাউলের নেতৃত্বে পুলিশের একটি দল কৃষক সেজে আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে। এসময় তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে একদিন পৃথক অভিযানে ফারুক নামে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে সর্বমোট তিনজনকে গ্রেপ্তার করা হলো। পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিছে।

ঢাকাটাইমস

Leave a Reply