সমালোচনার মুখে জাপানে ‘গো টু ট্রাভেল’ প্রচারাভিযান

রাহমান মনি: অভ্যন্তরীণ পর্যটনকে উৎসাহিত করতে সরকারের ভর্তুকি কর্মসূচী “গো টু ট্রাভেল” প্রচারাভিযান সমালোচনার মুখে পড়েছে। সমালোচনার মুখে পড়ে বেশ কিছু স্থানে স্থগিত কিংবা বন্ধ করার পরিকল্পনা করছে জাপান সরকার।

আর এই পরিকল্পনায় জাপানি জনগনের কল্যানে গৃহীত কর্মসূচীতে প্রথম হোঁচট খেয়ে প্রধান মন্ত্রী ইয়োশিহিদে সুগা তার নীতি থেকে কিছুটা পিছুটান হতে বাধ্য হলেন।করোনা সংক্রান্ত চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে ২০ নভেম্বর শনিবার গো টু ট্রাভেল কাটছাঁটের আভাষ দেন সুগা।

বিশেষজ্ঞদের মতে যদিও জাপানে করোনার তৃতীয় ঢেউ এর জন্য গো টু ট্রাভেল সরাসরী দায়ী নয় বা এ সংক্রান্ত সুনির্দিষ্ট কোন প্রমান নেই তবুও যে গো টু ট্রাভেল অনুঘটক হিসেবে কাজ করছেনা তা বলা যাবে না। কারন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাপান সরকারের বেধে দেয়া স্বাস্থ্যবিধি ভ্রমনকারীরা অনেকাংশেই মানছেন না। তাই, গো টু ট্রাভেল স্থগিত কিংবা বন্ধ করার পক্ষে তাদের অভিমত বলে মিডিয়া সূত্রে জানা যায়।

ছবি পরিচিতি – গো টু ট্রাভেল এর আওতায় টোকিও থেকে ছুটে যাওয়া প্রবাসী পরিবারের সাথে স্থানীয় প্রবাসী ও তার পরিবার। ( বলা বাহুল্য , উভয় পরিবার মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা এবং জাপান প্রবাসী )

উল্লেখ্য, জাপান সরকার, পর্যটকদের ব্যয়ে উৎসাহিত করতে গত জুলাই মাস থেকে পর্যটনে ভর্তুকি দেয়ার এই কর্মসূচী গ্রহণ করে। জাপানের পর্যটন শিল্পকে বাঁচাতে চলছে গো টু ট্রাভেল প্রচারণা। দেশের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে এই প্রচারণায় জড়িয়ে আছেন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা সহ জাপান সরকারের শীর্ষ পর্যায়ের কর্তাগণ।

আর বিদেশ ভ্রমণে নিঃসন্দেহে জাপানিদের অবস্থান বিশ্বে শীর্ষে। কোভিড-১৯ সংকটে বিদেশ ভ্রমণ সম্ভব না হওয়ায় আভ্যন্তরীণ ভ্রমণে বাড়ছে তাদের আগ্রহ। ফলে হ্রাসকৃত এই আকর্ষণীয় প্যাকেজ বেশ জনপ্রিয় হয়েছিল এই জাপানি জনগনের কাছে। এর ফলে নীরব হয়ে যাওয়া বিমানবন্দর সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র এবং ব্যবসা প্রতিষ্ঠান আবার সরব হতে শুরু করে। করোনাকালের ক্লান্তি থেকে মুক্তি পেতে ভ্রমণ পিপাসু জাপানীরা লুফে নিচ্ছে এই অফার। আইন মেনে চলায় অভ্যস্ত জাপানিরা ভ্রমণে আইন মেনে চললেও কোভিডের সাথে জনসমাগমের একটি গভীর সম্পর্ক রয়েছে যা দিনশেষে পরিস্থিতি অবনতির কারণ হয়ে দাঁড়াতে সহায়ক ভুমিকা পালন করছে বলে অভিজ্ঞ্রা মনে করছেন। এই অবস্থায় সরকার গো টু ট্রাভেল প্রচারণার লাগাম টেনে ধরার চিন্তা করছে।

স্থানীয় সরকার এবং পর্যটন বিভাগের সহযোগিতায় ২২ জুলাই থেকে তা শুরু হয়। গত ১ অক্টোবর ‘২০ থেকে “গো টু ট্রাভেল” প্রচারাভিযানে টোকিওকে অন্তর্ভুক্ত করা হয়। আর এতে করে ১৩.৯ মিলিয়ন টোকিওবাসী এই সুবিধার আওতা ভুক্ত হয়ে হুমড়ি খেয়ে পড়ে করোনার এই মহামারিতে হাঁপিয়ে উঠা ইটকাঠ এর ব্যস্ততম জীবন ছেড়ে টোকিওর বাহি্রে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় অতিবাহিত করার জন্য।

ইতোমধ্যে করোনার তৃতীয় ঢেউ আঘাত হানে জাপানে। ১২৪ মিলিয়ন জনসংখ্যার জাপানবাসীর ১৩.৯ মিলিয়ন এর বসতি টোকিওতে। ঘনবসতিপূর্ণ রাজধানীর উপর করোনার আঘাতও স্বাভাবিকভাবে একটু বেশীই পড়ে।

জাপানের বর্তমান প্রধানমন্ত্রী সুগা গত ১৬ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন। প্রথম দিনেই তিনি জানান দিয়েছিলেন জাপানের জনগণের কল্যাণে যা করার সবই করবেন।

পরিকল্পনা থেকে পিছুটান হয়ে প্রধানমন্ত্রী সুগা তারই সত্যতার প্রমান রাখলেন।

গো টু ট্রাভেল এর আওতায় ভ্রমন পিপাসুদের প্রথম পছন্দের মধ্যে হোককাইদো, ওকিনাওয়া, কিয়োতো’র মতো প্রদেশগুলো প্রধান আকর্ষণীয় হিসেবে বিবেচিত।

প্রবাসী বাংলাদেশীদের কাছেও শহরগুলি আকর্ষণীয় হিসেবে দেখা দেয়। এর মধ্যে আবার প্রবাসীদের কাছে ওকিনাওয়া সবচেয়ে বেশী পছন্দের।,তাই , সাপ্তাহিক ছুটির সুবিধা নিয়ে সবাই ওকিনাওয়াতে ছুটছেন সপরিবারে।

rahmanmoni@gmail.com

Leave a Reply