মোঃ আরিফ হোসেন: শ্রীনগরে জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ পৃথক ভাবে বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শ্রীনগর বাজারের পূর্ব পাশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শ্রীনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনারে এসে শেষ হয়। শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহানা বেগমের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন মহিলা নেত্রী ফিরোজা বেগম, উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শাহনুর আজাদ, নারী নেত্রী শাহানা বেগম প্রমুখ।
অপরদিকে বিকাল ৩টার দিকে উপজেলা যুব মহিলা লীগ একই বিষয়ে বিক্ষোভ মিছিল বের করে। উপজেলা যুব মহিলা লীগের আহবায়িকা শিউলী আক্তার কথা’র নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন যুব মহিলা লীগ নেত্রী রোকেয়া বেগম,নুরজাহান বেগম,নাহিদা আক্তার মুন্নি প্রমুখ।
Leave a Reply