বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সিরাজদিখানে যুবলীগের বিক্ষোভ-সমাবেশ

নাছির উদ্দিন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজদিখান উপজেলা যুবলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।রবিবার বিকালে যুবলীগের আয়োজনে উপজেলা মোড় থেকে সন্তোষপাড়া মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়। এরপর মিছিল শেষে সন্তোষপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়। উপজেলা যুবলীগ আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদের নেতৃত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আবু সাঈদ, উপজেলা সাবেক যুবলীগ আহবায়ক রাকিবুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাসুদ লস্কর, আরিফ রশীদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ, সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তালুকদার বাবু ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে উপজেলা যুবলেিগর ১ নং ডুগ্ন আহবায়ক এইচ এম জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোয়ালবাড়ি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মীর মোশাররফ হোসেন সুমন, উপজেলা তাঁতীলীগের সভাপতি শেখ রাসেল। মালখানগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম আমিন এর সঞ্চলনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম দিপু, সদস্য আবু সুফিয়ান, রশুনিয়া যুবলীগ সভাপতি শাহ-আলম, জৈনসার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল জমাদার, কেয়াইন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আক্তার উজ্জামান জয়, সালাউদ্দিন আহমেদ, ফরহাদ হোসেন, আলম মৃধা প্রমুখ।

Leave a Reply