আরিফ হোসেনঃ শ্রীনগরে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় ৩ জন আহত হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে শ্রীনগর উপজেলার উমপাড়া গ্রামে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে ওই এলাকার মৃত ইয়ার আলীর ছেলে জাকির হোসেনের পরিবারের উপর হামলা চালায় তারই ভাই শাহ আলম। জাকির হোসেন অভিযোগ করেন, তার ভাই শাহ আলম কৌশলে মায়ের কাছ থেকে সম্পতি লিখে নেয়। এ নিয়ে বৈরিতা তৈরি হলে তিনি স্থানীয়দের পরামর্শে ভাইয়ের কাছে বাড়ি বিক্রি করে ২শ গজ দুরে গিয়ে নাল জমি ভড়াট করে নতুন বাড়ি তৈরি করেন। বুধবার দুপুরে শাহ আলম, তার স্ত্রী কাঞ্চন বেগম, শ্যালিকা রিতা আক্তার, স্থানীয় আঃ সাত্তার ও আঃ রাজ্জাককে নিয়ে নতুন বাড়িতে গিয়ে জাকির হোসেনের পরিবারের উপর হামলা চালায়। হামলায় জাকির হোসেন, তার স্ত্রী জিয়াসমিন আক্তার ও মেয়ে জাকিয়া সুলতানা আহত হয়। অহতদেরকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় জিয়াসমিন আক্তার বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগের বিষয়ে দতন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply