শ্রীনগরে আওয়ামী লীগের সম্মেলনে বিজয়ী প্রার্থীর হামলায় সাবেক সভাপতি সহ পরাজিত পক্ষের ৯ জন আহত

আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রতিপক্ষের হামলায় সাবেক সভাপতি সহ ৯ জন আহত হয়েছে। সোমরাব বিকাল ৫টার দিকে উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে শ্যামসিদ্ধি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্টিত হয়। সম্মেলনে শ্যামসিদ্ধি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম বেপারীর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে আঃ রউফের সাথে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করে ভোটে হেরে যান উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলী আকবর শিকদার। সম্মেলনে আঃ রউফকে সভাপতি ঘোষণা করার পর আলী আকবর শিকদারকে সমর্থনের অভিযোগ তুলে সাবেক সভাপতি হাজী ইব্রাহিম বেপারীর (৭০) উপর হামলা চালায় আঃ রউফের লোকজন। এসময় আলী আকবর শিকদার তাকে রক্ষা করতে গেলে হামলাকারীরা আলী আকবর শিকদার সহ তার লোকজনের উপর হামলা চালায়। হামলাকারীরা এসময় আলী আকবর শিকদার পক্ষের লোক ই¯্রাফিল বেপারী(২৮) এর দাঁত ভেঙ্গে ফেলে। জীবন বাচাঁনোর জন্য আলী আকবর শিকদার পাশর্^বর্তী মৃত নুর মোহাম্মদের বাড়ীতে আশ্রয় নেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। হামলায় আলী আকবর শিকদার পক্ষের আরো আহত হয় তাসের শিকদার (৭৫), রাজিব(২৮), সানি (৩০), ইকরাম (৩০), সুজন(২৭), সহ ৯ জন আহত হয়। আহতদের মধ্যে ৭ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে ঢাকায় প্রেরণ করেন।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভুঞা জানান,আলী আকবর শিকদার এক বাড়িতে আশ্রয় নিয়েছিল। পুলিশ যাওয়ার পর সে বের হয়ে আসে। এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্মেলনের প্রধান অতিথী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ লুৎফর রহমান সাংবাদিকদের বলেন, বিষয়টি আমি জানিনা। তবে এই বিষয়ে কেউ অভিযোগ করলে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply