শ্রীনগরে উপজেলা চেয়ারম্যান মামুনকে আওয়ামী লীগের দলীয় পদ থেকে অব্যাহতি

শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুনকে আওয়ামী লীগের দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান দলীয় প্যাডে লিখিত ভাবে তাকে দল থেকে অব্যাহতি প্রদান করেন।

বিগত ইউনিয়ন, পৌরসভা,উপজেলা পরিষদ নির্বাচনে যাহারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সাধারণ ক্ষমা করার কারণে প্রাথমিক সদস্য ফিরে পাবেন। স্ব-পদে বহাল থাকতে পারবেন না। বিগত ৩১ শে মার্চ ২০১৯ তারিখে অনষ্ঠিত শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মশিউর রহমান মামুন দলীয় সিদ্ধান্ত অমান্য করে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর বিরদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। তবে তার সদস্যপদ বহাল থাকবে।

আলোকিত মুন্সীগঞ্জ

Leave a Reply