শ্রীনগরে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শ্রীনগর উপজেলায় মুজিববর্ষে কোভিড-১৯’র স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত ‘খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার-২০২১’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা শান্তনা রাণী, মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফেরদৌস, শ্রীনগর (সদর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোখলেছুর রহমান, ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত, শ্রীনগর সরকারি সুফিয়া এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরে আলম প্রমুখ।

উক্ত সেমিনারে নিরাপদ খাদ্য আইন-২০১৩, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিলক্ষ্য (মিশন), বাংলাদেশে নিরাপদ খাদ্য কেন প্রয়োজন, খাদ্য ব্যবসায়ীর পালনীয় প্রশাসনিক বিষয়বলী, খাদ্যদ্রব্য মজুদ ও সংরক্ষণ, শাক-সবজি ও ফল-মূলে ফরমালিন আতঙ্ক বিষয়ের ওপর জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করেন নিরাপদ খাদ্য অফিসার মো. জুয়েল মিয়া ও সঞ্চালনার দায়িত্বে থাকেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নাসরিন সুলতানা মিলি।

নিউজজি

Leave a Reply