নাছির উদ্দিন: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের জমিদখক করে দোকানপাট নির্মাণ করার অভিযোগ উঠেছে স্থানিয় প্রভাবশালি বদিউল আলম।
বিদ্যালয় সূএে জানাযায়, স্থানীয় শিক্ষা অনুরাগী চানমিয়া বিদ্যালয় এর নামে জমি দান করেন। দীর্ঘদিন যাবত বিদ্যালয়ের দখলে জমি ছিলো । গত কিছুদিন পূবে জোর করে রাতের আধারে স্কুলের বাউন্ডারি অতিক্রম করে দোকান ও গাছ লাগিয়ে স্কুলের জমি দখল করেন।
বিদ্যালয়ের সভাপতি মনির হোসেন মিলন বলেন, আমাদের বিদ্যালয়ের ৩০বছর ধরে ভোগদখল করে আশা যায়গা। বদিউল আলম জোর করে দখল করে দোকানঘর নির্মান করছে। আমি বাধা প্রদান করার পরও সে কাজ বন্ধ করেনি। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ করার পরেও তারা রাতের আধারে সেখানে দোকান নির্মান করেছে।
বদিউল আলম জানান, অমরা স্কুলের জায়গা দখল করিনি। আমাদের নিজেদের জায়গাতেই দোকান তুলেছি তারা আমাদের অজাথা হয়রানি করছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দীন বলেন,যারা দোকানপাট নির্মাণ করছিলো তাদের কাজ বন্ধ করতে বলেছি এবং স্কুল কমেটির সাথে আলাপ করে সমস্যা সমাধান করতে বলেছি
Leave a Reply